adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজিতে এমবাপে থাকছেন, চাইলে নেইমার চলে যেতে পারেন

স্পোর্টস ডেস্ক : চাইলে রিয়াল মাদ্রিদের সমর্থকেরা দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করতেই পারেন। গতকাল রাতেই রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, দলবদলের বাজারে বড় ধরনের চমকই দিতে যাচ্ছেন তারা। কিনতে যাচ্ছেন বেশ কয়েকজন বড় তারকা। একই দিনে স্পেনের জনপ্রিয় টেলিভিশন শো ‘এল ট্র্যানজিস্টর’-এর খবর, কিলিয়ান এমবাপের ক্লাব ছেড়ে বেরোনোর দরজা বন্ধ করে দিয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটি ফরাসি বিস্ময়বালককে কিছুতেই বিক্রি করবে না। তবে নেইমারের বেরোনোর দরজাটা এখনো খোলা রেখেছে। পিএসজির নতুন কোচ টমাস টাসেল চাইলে নেইমারকে ছেড়েও দিতে পারেন।

মানে নেইমারের দলবদলের পথ এখনো খোলা। শেষ পর্যন্ত পিএসজি তাকে বিক্রি করেও দিতে পারে। না, একেবারে অন্ধকারে ঢিল ছোড়েননি ‘এল ট্র্যানজিস্টর’ প্রোগ্রামের সঞ্চালক। পিএসজির মালিকাধীন প্রতিষ্ঠান কাতারি স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই নাকি তিনি এমন আভাস পেয়েছেন। পিএসজির এই মালিকাধীন প্রতিষ্ঠানটি নেইমারকে ধরে রাখা না রাখার বিষয়টি ছেড়ে দিয়েছে কোচ টাসেলের উপর। পিএসজির জার্মান এই কোচ চাইলে বিক্রি করে দেওয়া হবে নেইমারকে।

উয়েফার আর্থিক ফেয়ার-প্লে নীতির চাপ আছে পিএসজির উপর। গত মৌসুমে বিশাল অঙ্কের টাকায় নেইমার ও এমবাপেকে কেনায় ইউরোপের অনেক ক্লাবই পিএসজির বিরুদ্ধে ফেয়ার-প্লে নীতিভঙ্গের অভিযোগ তুলে। সেই অভিযোগের ভিত্তিতেই উয়েফা পিএসজির উপর নির্দেশ জারি করেছে, অন্তত ১৫৯ মিলিয়ন ইউরোর খেলোয়াড় বিক্রি করতে হবে।

ফেয়ার প্লে নীতির ভারসাম্য রক্ষায় পিএসজিও উয়েফার এই নির্দেশনা মেনে চলতে চাইছে বলেই খবর। কিন্তু পিএসজিতে বর্তমানে যারা আছেন, তাদের মধ্যে নেইমার ও এমবাপে বাদে কোনো ফুটবলারের মূল্যই ১৫৯ মিলিয়ন ইউরো হবে না। সেক্ষেত্রে তাদের একাধিক খেলোয়াড় বিক্রি করতে হবে। কিন্তু কাতারি ইনভেস্টমেন্ট কোম্পানি একাধিক খেলোয়াড় বিক্রি করার চেয়ে একজনকে বিক্রি করাটাকেই নাকি শ্রেয় মনে করছে।

আর একজনের প্রসঙ্গ আসলেই উঠে আসে নেইমার ও এমবাপের নাম। কিন্তু পিএসজি পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তরুণ এমবাপেকে তারা বিক্রি করবে না। বিশ্বকাপে অবিশ্বাস্য জাদু দেখানোয় পিএসজির নতুন কোচ টাসেলও নাকি আর সবার মতোই এমবাপেতে মুগ্ধ। ক্লাবের মনোভাব বুঝে এমবাপেও বলে দিয়েছেন তিনি কোথাও যাবেন না। থাকবেন পিএসজিতেই।

মানে এমবাপের বেরোনোর দরজা বন্ধ। এখন বাকি নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকেও বিক্রি করে দেওয়ার পাকা সিদ্ধান্ত নেয়নি পিএসজি। ‘এল ট্র্যানজিস্টর’-এর সঞ্চালক বলেছেন, পিএসজির মালিকপক্ষ নেইমারের বিষয়টি পুরোপুরি ছেড়ে দিয়েছে কোচ টাসেলের উপর। জার্মান কোচ চাইলে নেইমারকে ধরেও রাখতে পারেন। আবার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া