adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে ৬৭ রানে গুঁড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

স্পাের্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের দুর্দশা চলছেই। আজ তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে মাত্র ৬৭ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ জিতেছে পাকিস্তান।

বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে ২৫.১ ওভারেই ৬৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ১ উইকেট হারিয়ে ২৪১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

বল বাকি রেখে ওয়ানডেতে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। ১৯৯০ সালে শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৬ বাকি রেখে জয় ছিল আগের রেকর্ড।

পরপর দুই ম্যাচে ৯ উইকেটের জয় পেল পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে। একই মাঠে শুক্রবার হবে চতুর্থ ম্যাচ।

প্রথম ম্যাচে ১০৭ রানে অলআউট হয়ে ২০১ রানে ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে তারা করেছিল ১৯৪। আজ টস জিতে ব্যাটিং নিয়েছিল স্বাগতিকরা।

তবে পাকিস্তানের পেসারদের দুর্দান্ত বোলিংয়ের জবাব খুঁজে পায়নি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ১৫ ওভারের মধ্যে ৪৩ রানেই হারিয়ে ফেলে ৭ উইকেট। সেখান থেকে নিজেদের সপ্তম সর্বনিম্ন ৬৭ রানেই শেষ হয় যায় তাদের ইনিংস।

ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন তিনজন। এর মধ্যে সর্বোচ্চ ১৬ রান চামু চিবাবার। দুই মাসাকাদজা ভাই- হ্যামিল্টন ও ওয়েলিংটন করেন সমান ১০ রান।

২২ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ফাহিম আশরাফ। ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট পেলেন ম্যাচসেরা হওয়া ফাহিম। জুনাইদ খান ৭ রানে ২টি, উসমান খান, ইয়াসির শাহ, শাদাব খান নেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়ায় প্রথম বলেই ইমাম-উল-হককে হারিয়েছিল পাকিস্তান। তবে ফখর জামানের ২৪ বলে ৮ চারে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ১৯ রানে অপরাজিত ছিলেন বাবর আজম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া