adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ কি পুলিশ না র‌্যাব?

ডেস্ক রিপোর্ট : সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন শুরুর ঠিক আগে ছাত্রলীগের একদল নেতাকর্মীর অন্তত ১০টি মোটরসাইকেলে করে হর্ন বাজাতে বাজাতে রাজু ভাস্কর্যে দুইবার প্রদক্ষিণ করে। পরে তারা মধুর ক্যান্টিনের দিকে চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে সোমবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন কমর্সূচি চলাকালে ছাত্রলীগ কর্মীদের মোটরসাইকেল মহড়া দিতে দেখা যায়

শিক্ষার্থীদের মারধর এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি তোলার পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা প্রতিহত করার আহ্ববান জানানো হয়।‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের সমাবেশ থেকে বলা হয়, ছাত্রলীগের ‘অনলাইন ও অফলাইন হামলার’ বিচার দাবিতে তারা মঙ্গলবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেবেন।

অথর্নীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ বলেন, ‘আমরা ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। আমরা এর প্রমাণ দেখতে চাই।’ অথর্নীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শফিকুজ্জামান, অধ্যাপক ড. সেলিম রায়হানসহ বিভাগের অন্তত তিন শতাধিক শিক্ষার্থী এই কমর্সূচিতে উপস্থিত ছিলেন। হামলার শিকার দুই শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও রোকেয়া গাজী লিনাও উপস্থিত ছিলেন। তারা বলেন, অন্যায়ভাবে তাদের ওপর হামলা করা হয়েছে। তারা এখন ‘ট্রমায় ভুগছেন’। লিনা বলেন, ‘আমাদের ক্যাম্পাসে আমাদের ওপর কেন হামলা করা হলো, শুধু এটুকুর জবাব চাই।’ মানববন্ধন থেকে অবিলম্বে নিযার্তনকারীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, জড়িত অন্যদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেয়া এবং সব শিক্ষাথীর্র ক্যাম্পাসে নিরাপদ অবস্থান নিশ্চিতের দাবি জানানো হয়। এসব দাবি আদায়ে ৭২ ঘণ্টা ক্লাস বজের্নর ঘোষণা দেন অথর্নীতি বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ এবং শিক্ষার্থীর মারধরের প্রতিবাদে অথর্নীতি বিভাগের শিক্ষার্থী এদিন ক্যাম্পাসে আলাদাভাবে মানববন্ধন করে। গ্রেপ্তার কোটা সংস্কারের আন্দোলনকারীদের মুক্তির দাবিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের সমাবেশে সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীর হাতে হেনস্তা হন তানজীম উদ্দিন খানসহ কয়েকজন শিক্ষক। শহীদ মিনারে কমর্সূচির পর ক্যাম্পাসে মিছিলের সময়ও চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন মারধরের শিকার হন অথর্নীতি বিভাগের দুই ছাত্র। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাগুলো নিয়ে সমালোচনার মুখে থাকা ছাত্রলীগের নেতারা সাংগঠনিকভাবে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ছাত্রলীগের নেতারা দাবি করছেন, আন্দোলনকারীদের মধ্যে বিভেদ থেকে সংঘর্ষের ঘটনা ঘটছে, এতে ছাত্রলীগের কেউ জড়িত থাকতে পারেন, তবে এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

রাজু ভাস্কর্যে মানববন্ধনে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হোসেন অনিমেষ বলেন, ‘বারবার একই দাবিতে আমাদের দাড়াতে হচ্ছে, বারবার আমাদের ওপর হামলা হচ্ছে। এর আগে আমরা প্রক্টরকে প্রশ্ন করেছিলাম, একই ঘটনা যদি আবার ঘটে, আপনি পদত্যাগ করবেন তো? আর কতবার ব্যর্থ হলে তিনি নিজেকে ব্যর্থ মনে করবেন? এই সন্ত্রাসীরা কি প্রক্টরিয়াল টিমের দায়িত্ব নিয়েছে? যদি নিয়ে থাকে, তাহলে ওই সন্ত্রাসীদের প্রক্টরের দায়িত্ব দিন এবং আপনি ওই সংগঠনে যোগ দিন। এই ভিসি এবং প্রক্টরের যদি কোনো লজ্জা থাকে, তাহলে তারা পদত্যাগ করুক।’ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মীম আরাফাত মানব বলেন, ‘ছাত্রলীগ কি পুলিশ? ছাত্রলীগ কি র‌্যাব?’

সহকারী অধ্যাপক শেখ শামস মোরসালিন বলেন, ‘আমি লজ্জিত আমার পরিচয় দেয়ার ক্ষেত্রে। আমি তানজীম স্যারের সরাসরি ছাত্র ছিলাম। সেই ছাত্র হিসেবেও আমি লজ্জিত, শিক্ষক হিসেবেও লজ্জিত। আমার শিক্ষককে এভাবে লাঞ্ছিত করা হয়েছে। তবে আশার কথা, এত ভয়ের পরও আমরা এক হয়েছি, আমাদের বিবেক পড়ে যায়নি।’ বিভাগের প্রভাষক লামিয়া মোমেন ও মো. আলী সিদ্দিকীও কমর্সূচিতে বক্তব্য রাখেন। শিক্ষাথীের্দর মধ্যে সানজিদা বারী বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস চাওয়া অপরাধ না। এই চাওয়াটা আমাদের সবার। তানজীম স্যার এই কাজটা করেছেন। তাকে কী পরিমাণ ভয় দেখানো হয়েছে, সেটা সবাই দেখেছে। আসুন, আমরা অন্যায়ের প্রতিবাদ করি।’ সূত্র : যায়যায়দিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া