adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় সূচক বাড়লেও চট্টগ্রামে কমেছে

ডেস্ক রিপাের্ট : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। দিনশেষে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন কমেছে।

সোমবার দিনশেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩.১৬ পয়েন্ট। এসময় ডিএসইতে লেনদেন কমেছে ৮১ কোটি ৭১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ৮.০২ পয়েন্ট। এসময় সিএসইতে লেনদেন কমেছে প্রায় ৫ কোটি টাকা। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টি, দর কমেছে ১৩৯টির ও দর অপরিবর্তিত ছিল ৫৭টি প্রতিষ্ঠানের। দিনশেষে ডিএসইতে ১৮ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৩৩৬টি শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৭৩ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৫৫ কোটি ৩৯ লাখ টাকা।

লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩.১৬ পয়েন্ট। এসময় ডিএসইএক্স সূচক ৫৩৩৯.৯১ পয়েন্টে স্থিতি পেয়েছে। অপরদিকে, ডিএসইএস সূচক আগের কার্যদিবসের তুলনায় ০.৫১ পয়েন্ট কমেছে। কিন্তু ডিএস-৩০ সূচক ২.০৮ পয়েন্ট বেড়েছে।

দিনশেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ। দিনশেষে কোম্পানিটির ৩৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল খুলনা পাওয়ার, কোম্পানিটির ৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে গ্রামীণফোন।

টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- পেনিনসুলা চিটাগং, বিবিএস ক্যাবলস, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, আরএসআরএম স্টিল ও কনফিডেন্স সিমেন্ট।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৬১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ১৪০টির ও দর অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ৪৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসই’র সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ৮.০২ পয়েন্ট কমে ৯ হাজার ৯৪৭ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় সিএসইতে টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল। কোম্পানিটির ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া