adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুটবল থেকে ক্রিকেট, ২৪ ঘন্টায় জোড়া বিপর্যয় ইংল্যান্ডের

স্পাের্টস ডেস্ক : ফুটবল থেকে ক্রিকেট, ২৪ ঘন্টায় জোড়া বিপর্যয় ইংল্যান্ডের। রাশিয়ার মাটিতে ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে হ্যারি কেনদের। বিশ্বকাপ মঞ্চে ফুটবলে ধরাশায়ী হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এবার ক্রিকেটে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড৷ কুলদীপ-রোহিতের দাপুটে পারফরমেন্সের কাছে হার স্বীকার ব্রিটিশব্রিগেডের। কুলদীপের স্পিন আর রোহিতের ব্যাটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খড়কুটোর মতো উড়ে গেল মর্গ্যানের ইংল্যান্ড৷

লুজনিকি থেকে নটিংহ্যাম, হারের রাতে হ্যারি কেনেই ইংল্যান্ড আর মর্গ্যানের ইংল্যান্ডের কত মিল। বিশ্বকাপ সেমিফাইনালে ম্যাচ শুরুর প্রথম পাঁচ মিনিটে ট্রিপিয়ার দুরন্ত ফ্রি-কিকে লিড পায় থ্রি লায়ন্স। ২৪ ঘন্টা পরে নটিংহ্যামেও চিত্রটা কিছুটা একই রকম। টি-টোয়েন্টি সিরিজের হার ভুলে ওয়ান ডে সিরিজের শুরুতে ধুঁয়াধার ব্যাটিং ইংল্যান্ডের৷ পাওয়ার প্লে’তে রয়-বেয়ারস্টোর ৭০ রানের পার্টনারশিপ। দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলেন কুলদীপকে উইকেট ছুঁড়ে দিয়ে এসে। এরপর কাহানি মে টুইস্ট৷ কুলদীপের স্পিন ভেল্কির সামনে আয়ারাম গয়ারাম রুট-মর্গ্যানরা৷ মাঝে উইকেট কামড়ে লড়াই স্টোকস-বাটলারের। দু’জনের পার্টনারশিপ ৯৩। দুই ব্যাটসম্যানই অর্ধশতরান হাঁকিয়েছেন। শেষটায় স্টোকস-বাটলারের ব্যাটে ভর করে কোহলিদের ২৬৯ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।

লুজনিকি থেক নটিংহ্যাম অনিজ্ঞতার জন্যই ডুবল ইংল্যান্ড৷ এগিয়ে গিয়েও শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততে পারেনি থ্রি লায়ন্স। আর বেয়ারস্টোরাও শুরুটা ভাল করে ধারাবাহিকতা দেখাতে না পারায় ম্যাচ হেরে বসল। রাশিয়া মাটিতে ১ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের খেলার ছন্দপতন হয়। ৬৮ মিনিটে পেরিসিচের গোলে ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। এরপরও ক্রোটদের আক্রমণ থামাতে পারেনি ইংল্যান্ড৷ এক্সট্রা টাইমে অতর্কিতে আক্রমণে স্কোরলাইন ২-১ করে ক্রোয়েশিয়া। ১০৯ মিনিটে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের নির্ণায়ক গোলটি করেন মানজুকিচ৷ হ্যারি কেনের ইংল্যান্ডের গড় বয়স ২৫। মেগা সেমিফাইনালে ডিফেন্সে জোর দিয়ে ফ্রান্স যে চমকটা দিতে পেরেছে, সেটা করে দেখাতে ব্যর্থ ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার ফুটবলারদের চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকাকেই ইংল্যান্ডের হারের কারণ হিসেবে দুষছেন ফুটবলবোদ্ধারা।

ক্রিকেটে কোহলিদের কাছে ইংল্যান্ডের হারের ময়নাতদন্ত করলে দেখা যাবে এখানেও এগিয়ে থেকে ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দিয়েছে মর্গ্যান অ্যান্ড কোং। জোড়া হারের ধাক্কা কাটিয়ে এবার খেলার দুনিয়ার ব্রিটিশরা কেমন প্রত্যর্বতন করে সেটাই দেখায়। সেমিফাইনাল হারলেও রাশিয়া বিশ্বকাপে থার্ড বয় হয়ে অভিযান শেষ করার সুযোগ থাকবে হ্যারিদের কাছে। শনিবার বেলজিয়ামের বিরুদ্ধে তিন নম্বর স্থান নির্ণায়ক ম্যাচে নামবে সাউথগেটের ছেলেরা। একই দিনে লর্ডসে মর্গ্যানদের সিরিজ রক্ষার অগ্নিপরীক্ষা। বিশ্বের দুই প্রান্তে ইংল্যান্ডব্রিগেড কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার। -কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া