adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উইম্বলডনের ফাইনালে ‘সুপার মম’ সেরেনা

স্পোর্টস ডেস্ক : কেরিয়ারের চব্বিশ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব থেকে এক পা দূরে দাঁড়িয়ে টেনিসের সুপার মম সেরেনা উইলিয়ামস। উইম্বলডনের শেষ হার্ডলে অ্যাঞ্জেলিক কার্বারের বাধা টপকাতে পারলে প্রায় দেড় বছর পর পুনরায় মেজর ট্রফি জয়ের আঙিনায় ফিরে আসবেন মার্কিন তারকা।

সেমিফাইনালে ত্রয়োদশ বাছাই জার্মান তারকা জুলিয়া জর্জেসকে ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে চলতি উইম্বলডনের ফাইনালের টিকিট পকেটে পোরেন টুর্নামেন্টের ২৫ তম বাছাই সেরেনা। খেতাবি লড়াইয়ে আরএক জার্মান তারকা অ্যাঞ্জেলিক কার্বারের মুখোমুখি হবেন তিনি। অপর সেমিফাইনালে কার্বার ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন দ্বাদশ বাছাই লাটভিয়ান তরণী জেলেনা ওস্তাপেঙ্কোকে।

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পয়িন হওয়ার পর থেকে মাতৃত্বকালীন অবসরে ছিলেন সেরেনা। অন্তসত্বা অবস্থাতেই তিনি মেলবোর্ন পার্কের কোর্টে নেমেছিলেন। চেয়েছিলেন এক বছর পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই টেনিসে ফিরবেন। তবে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে না ওঠায় এবছর অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

মায়ামি ও ইন্ডিয়ান ওয়েলসের শুরুতেই বিদায় নেওয়ার পর সেরেনা গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে কাম ব্যাক করেন রোলাঁ গারোয়৷ ফরাসি ওপেনের সিঙ্গলসে সেরেনার অভিযান চতুর্থ রাউন্ড পর্যন্ত স্থায়ী হলেও দিদি ভেনাসের সঙ্গে ডাবলসে তৃতীয় রাউন্ডেই হাল ছাড়তে হয় তাঁকে। প্যারিসেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। উইম্বলডনের আসরে সেরেনা বুঝিয়ে দিলেন ডবব্লুটিএ সার্কিটে পুনরায় ছড়ি ঘোরাতে প্রস্তুত তিনি।

এই প্রথমবার মাতৃত্বকালীন ছুটিতে কোর্টের বাইরে থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাছাই তালিকা তৈরি করেছে উইম্বলডন। ফলে সিঙ্গলস ব়্যাংকিং ১৮১ হওয়া সত্ত্বেও উইম্বলডনের ২৫ নম্বর বাছাইয়ের মর্যাদা পেয়েছেন সেরেনা।

আয়োজকদের আস্থার মর্যাদা দিয়ে সেরেনা ঝড়ের গতিতে ফাইনালে পৌঁছে যান৷ ফাইনালে ওঠা পর্যন্ত ছ’টি ম্যাচের পাঁচটিতেই স্ট্রেট সেটে জয় তুলে নিয়েছেন তিনি।কেবল মাত্র কোয়ার্টার ফাইনালে ইতালির ক্যামিলা জর্জির কাছে একটি সেট খোয়াতে হয়েছে উইলিয়ামসকে।

সেমিফাইনালে অবশ্য জার্মান প্রতিপক্ষতে ন্যূনতম সুযোগ দিতেও রাজি ছিলেন না সেরেনা। এক ঘণ্টা ১০ মিনিটেই শেষ চারের লড়াইয়ে জয় ছিনিয়ে নেন তিনি। এই নিয়ে দশবার উইম্বলডনের ফাইনালে উঠলেন মার্কিন তারকা। চ্যাম্পিয়ন হয়েছেন সাতবার৷ সুতরাং কেরিয়ারের অষ্টম উইম্বলডন খেতাবের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন সেরেনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া