adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেভিলস সেনারা কী রুখতে পারবে ফরাসি বিপ্লব?

এল আর বাদল : বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল নিয়ে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা কী ভাবছেন? আজ রাতে ‘ফরাসি বিপ্লব’ ঘটবে নাকি দেখা যাবে ‘বেলজিয়াম রুপকথা’। হাইভোল্টেজ সেমিফাইনালের ভবিষ্যত কী তা সময়ই বলবে। পরিসংখ্যান বলছে বিশ্বকাপের আসরে দ্বিতীয়বার সেমিফাইনাল খেলতে নামা বেলজিয়ামের চেয়ে কাগজে কলমে এগিয়ে ফ্রান্স।

কারণ একটাই, অভিজ্ঞতায় টেক্কা দিচ্ছে ফ্রান্সের ছেলরা। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতায় অ্যাডভান্টেজ তাদের। দু’বছর আগে ইউরো ফাইনাল খেলা টিমের পাঁচজন রয়েছে বিশ্বকাপের এই দলে। সেমিফাইনাল-ফাইনালের মতো মঞ্চে স্নায়ুর চাপ ধরে রাখাটা ভালই জানেন জিরুড-উমতিতি-হুগো লরিসরা। রাশিয়ার মঞ্চে মঙ্গলবার ষষ্ঠ সেমিফাইনাল খেলতে নামছে ফ্রান্স। শেষবার ২০০৬ সালে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিল ফরাসিব্রিগেড। সেবার অবশ্য ফাইনালের মঞ্চে টাইব্রেকার জিদানদের হারতে হয়।

বেলজিয়ামের সঙ্গে শেষ তিন সাক্ষাতে দুবারই জয়ের মুখ দেখেছে ফরাসিব্রিগেড। সেটা অবশ্য একুশ শতকে নয়। এই দুই জয় এসেছে উনিশ শতকে। বিশ্বকাপ মঞ্চে শেষবার ১৯৮৬ সালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। মেক্সিকো বিশ্বকাপে সেবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয় হয়েছিল ফ্রান্স। ওই বিশ্বকাপেই আর্জেন্টিনার কাছে সেমিফাইনাল হেরেছিল বেলজিয়াম। ম্যাচে দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা।

তার আগে ফান্স বনাম বেলজিয়াম লড়াই সেই চল্লিশের দশকে। ১৯৩৮ সালে প্রথম রাউন্ডের ম্যাচে বেলজিয়ামকে ৩-১ হারিয়েছিল ফরাসিরা। এখানেই শেষ নয়, ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে ফ্রান্সের কাছে ৫ গোলের হারের লজ্জা এখনও বেলজিয়ামের কাছে দুঃস্বপ্নের সমান। ১৯৮৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে সেবার হ্যাটট্রিক করে বেলজিয়ামের কফিনে পেরেক পুঁতে দিয়েছিলেন মিচেল প্লাতিনি। বড় মঞ্চে ফ্রান্সের কাছে এই হারের স্মৃতি কাঁটা হতে পারে বেলজিয়ামের।

নয়া প্রজন্মের লুকাকু-হ্যাজার্ড-ডি ব্রুইনরা অবশ্য অন্য ধাতুতে গড়া, তা তারা প্রমাণ দিচ্ছেন। বিশ্বমঞ্চে বেলজিয়ামকে অন্যরূপে প্রতিষ্ঠিত করে চলেছেন এই তারকারা। বর্তমানে ফিফা ব়্যাঙ্কিংয়ে বেলজিয়ামের স্থান তৃতীয়। আর ফ্রান্স চার ধাপ পিছিয়ে সাত নম্বরে। রাশিয়া বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়ামকে নিয়ে তাই স্বপ্ন দেখাই যায়।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের মতো এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি লুকাকুরা। প্রি-কোয়ার্টার জাপানের কাছে ০-২ গোলে পিছিয়ে পড়ে ফিনিক্সের মতো জ্বলে ওঠা। কোয়ার্টারে আবার শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে শেষ পর্যন্ত ২-১ ম্যাচ জয়। বেলজিয়ামের অন্যতম শক্তি গতি। শেষ ম্যাচে সেই গতির সামনেই মুখ থুবড়ে পড়েছে ব্রাজিল। রেড ডেভিলসদের সামনে ফ্রান্স কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার। দুই দলে আবার তারকার ছড়াছড়ি। ফ্রান্সে জিরুড, গ্রিজমান,এমবাপে, পোগবারা যেমন রয়েছেন বেলজিয়ামে তেমনই রয়েছেন লুকাকু, হ্যাজার্ড, ডি ব্রুইনরা। মেগা সেমিতে তারকার মেলায় নতুন তারার উত্থানের অপেক্ষায় ফুটবল দুনিয়া। তথ্য সূত্র, গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া