adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোটাবিরোধী আন্দোলননকে ‘অযৌক্তিক’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চলমান কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঢাকা দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যে কোটার কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন কোটা নিয়ে আন্দোলনের কোনও প্রয়োজন নেই। তিনি বলে দিয়েছেন এখন থেকে কোনও কোটা থাকবে না। তারপরও আন্দোলন কেন?
মন্ত্রী আরও বলেন, আমাদের কিছু জটিলতা আছে। সেগুলো নিরসনের জন্য কাজ করছে আমাদের কেবিনেট সেক্রেটারি এবং অন্যান্যরা। এই কমিটির মাধ্যমেই তারা এই কোটা কিভাবে হবে নির্ধারণ করবেন। কোটা নিয়ে আন্দোলনের তো কোনও প্রয়োজন নেই।

যারা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশ ভেতরে যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ কখনও ঢুকবে না। ছাত্ররা ছাত্ররা কি করেছে সেটা জানা নেই। কোনও ছাত্র যদি বিচার দেয় তাহলে আমরা দেখব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া