adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের বিপক্ষে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল

স্পোর্টস ডেস্কঃ আগের দুই ম্যাচে দ্যুতি ছড়ানো ক্রিস্তিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করলেন। তবে বিশ্বকাপে টিকে গেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। ইরানের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে পৌঁছেছে শেষ ষোলোতে। একই সময়ে অন্য ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে স্পেন।

সারনস্কে ‘বি’ গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। প্রথমার্ধে পর্তুগালকে এগিয়ে নেন রিকার্দো কারেসমা। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম আনসারিফার্দ।

মরদোভিয়া অ্যারেনায় মঙ্গলবার দশম মিনিটে ডি-বক্সে আসা বল অযথা বিপদমুক্ত করতে গিয়ে ডিফেন্ডার সাইদ তালগোল পাকান, বল পেয়ে যান মারিও জোয়াও। তবে তার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে বেঁচে যায় ইরান।

৩৪তম মিনিটে জাহানবখশের ফ্রি-কিকে গোলরক্ষক বরাবর হেড নিয়ে একটা সুযোগ হাতছাড়া করেন এজাতোলাহি।

৪৫তম মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন রিকার্দো কারেসমা। সেদ্রিক সোয়ারেসের সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে একটু এগিয়ে গিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।

৫৩তম মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর পেনাল্টি শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ইরানের গোলরক্ষক আলি বেইরানভান্দ। রোনালদোকেই ফাউল করা হলে ভিডিও ফুটেজ দেখে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে করিম আনসারিফার্দের পেনাল্টি গোলে সমতা ফেরায় ইরান। ডি বক্সে সেদ্রিকের হ্যান্ডবলের ভিডিও ফুটেজ দেখে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। আনসারিফার্দ বুলেট গতির শট ফেরানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

পরের মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ এসেছিল মেহদি তারেমির সামনে। খুব কাছে থেকে এই ফরোয়ার্ড লক্ষ্যে রাখতে পারেননি শট। গোলটি হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যেত ইরান। বিদায় নিত ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল।

আগামী শনিবার শেষ ষোলোতে ‘এ’ গ্রুপ সেরা উরুগুয়ের বিপক্ষে খেলবে পর্তুগাল। পরদিন ‘এ’ গ্রুপের রানার্সআপ রাশিয়ার বিপক্ষে খেলবে স্পেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া