adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেক্সিকোতে ফুটবল দর্শকদের ওপর গুলি – নিহত ১৪

আর্ন্তজাতিক ডেস্ক : মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে মেক্সিকোতেই দুটি স্থানে দর্শকদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ১৪ জনকে। শনিবার এ ঘটনা ঘটে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর জুয়ারেজে। – এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রথম হামলাটি হয় শহরটির দক্ষিণাঞ্চলে। সেখানে ফুটবল ম্যাচ দিখছিলেন আটজন মানুষ। অকস্মাৎ তাদের ওপর গুলি চালায় অস্ত্রধারীরা। এতে কমপক্ষে ৬ জন নিহত হন। আহত হন দু’জন।

অন্যদিকে শহরের ডাউনটাউনে একটি সেলুনে ফুটবল খেলা উপভোগ করছিলেন বেশ কিছু মানুষ। তাদের ওপরও গুলি চালায় এক দল অস্ত্রধারী। তারা একটি নীল ভ্যানে করে সেখানে গিয়েই গুলি করা শুরু করে। এতে কমপক্ষে ৫ জন নিহত হন। দিনের শুরুতে আরো তিনজন ব্যক্তিকে একটি পার্টি থেকে তুলে নেয় অস্ত্রধারীরা। এরপর তাদেরকে হত্যা করে। এ নিয়ে শুধু এ মাসে এভাবে ওই শহরে হত্যা করা হলো ১২৮ জনকে।
২০০৬ সালে মেক্সিকো সরকার মাদক বিরোধী অভিযান শুরু করে। ওই অভিযানের পর এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এ তথ্য সরকারি সূত্রের। তবে এর মধ্যে সুসংগঠিত অপরাধের সঙ্গে জড়িত কতজন তা বলা হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া