adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফাঁসিতে মরে নাই, জেলে আছে, কারণ দেশে গণতন্ত্র আছে’

ডেস্ক রিপোর্টঃ বিএনপির শাসনামলে অপকর্মের জন্য এখনও ফাঁসি হয়নি, নেতারা জেলে আছে আর এর কারণ দেশে গণতন্ত্র আছে।

জাসদের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল শনিবার জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে বিএনপি সমর্থকদেরকে উদ্দেশ্য করে এ কথা বলেন। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য রাখছিলেন তিনি।

বাদল সম্প্রতি ওমরাহ হজ করতে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তার হোটেলে চট্টগ্রামের অনেকেই দেখা করতে এসেছেন জানিয়ে বিএনপি সমর্থকদের নানা প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলা বলেন জাসদ নেতা। আর সেটাই জানান সংসদকে।

বাদল জানান, দেশ যে অনেকটা পাল্টে গেছে সেটা এখন প্রবাসীরা বুঝেন। আর প্রবাসীরাই এই কথাটি বলেন তাকে।

বাদল জানান, তিনি কথা প্রসঙ্গে প্রবাসীদেরকে বলেছেন, ‘আগে আমরা আছিলাম ফকিন্নির পুত, এখন আমরা উন্নয়নশীল দেশ, রাজার পুলা হইছি। এইডা তোমরা বুঝ?’

‘তারা বলল এইডা আমরা বুঝি?’

‘আমি বললাম, আগে আমরা সারা পৃথিবীতে সাহায্য খুঁজে বেড়াইতাম। আরবের লোকেরা আমাদেরকে বলত মিসকিন। মাফ কর।’

‘এখন কী?- তারা বলে, না, এখন তারা আমাদেরকে অন্য চোখে দেখে’-প্রবাসীদের সঙ্গে কথোপকথন তুলে ধরেন বাদল।

জাসদ নেতা জানান, তার আছে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন বিএনপি সমর্থক। তারা কী বলেছেন এবং তিনি কী জবাব দিয়েছেন, সেটিও সংসদকে জানান বাদল।

‘তাদের মধ্যে আবার কিছু বিএনপির লোকজন এসেছে। তারা বলে, আপনি তো নিরপেক্ষভাবে অনেক কথাবার্তা বলেন, দেশ যে গণতন্ত্রহীন অবস্থা, খালেদা জিয়া জেলে মরে যাচ্ছেন, তারেক রহমান স্বেচ্ছা নির্বাসনে, এ ব্যাপারে কিছু বলেন।’

‘আমি বলি শোনো, তোমাদেরকে নিয়ে বিপদ হলো, বিএনপিকে যদি এখন আওয়ামী লীগ নির্বাচিত করে দেয় তাহলে দেশে গণতন্ত্র আছে। এখন আওয়ামী লীগ যদি হেতারে নিয়া গিয়া যদি ক্ষমতায় বসায় তাইলে দেশে গণতন্ত্র আছে।’

‘তাদের যত অপরাধ, অপকর্ম মাপ করে দেয়, তাহলে গণতন্ত্র আছে। আর নাইলে নাই।’

‘আমি বললাম, শোনো একটা জাতি সুনির্দিষ্ট ভিত্তির ওপর পয়দা হয়, বাংলাদেশও একটা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে, সেটা মুক্তিযুদ্ধের চেতনা। বিএনপির অপরাধ হলো এই চেতনাকে তারা অস্বীকার করে।’

‘আমি জিজ্ঞেস করতে চাই, আমেরিকার ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স, এটা অস্বীকার করে কোনো আমেরিকান দুই দিন আমেরিকায় থাকতে পারবে কি না, আমি জিজ্ঞেস করতে চাই বৃটেনে রানির অস্তিত্ব অস্বীকার করে কোনো ব্রিটিশ বৃটেনে থাকতে পারবে কি না।’

‘আমার মুক্তিযুদ্ধের চেতনা, আমার জন্মের অঙ্গীকার অস্বীকার করে কোনো দলই তো থাকা উচিত না। তারপরও তোগো মনে নাই একটা ১৫ আগস্ট হইছিল? মনে নাই একটা ২১ আগস্ট হইছিল? না এগুলো কিছুই মনে নাই।’

‘যদি এটা মনে থাকে তাহলে তো এদের দেশে থাকার কথা নাই। এখনও বাঁইচ্যা আছে, ফাঁসিতে মরে নাই, জেলে আছে, কারণ দেশে গণতন্ত্র আছে।’

‘তাদেরকে বললাম, বাংলাদেশ সম্পর্কে জানতে চেষ্টা কর। শেখ হাসিনা জানার চেষ্টা করছেন।’

‘আমি তাদেরকে শেষ একটা কথা বলেছি, এই ব্যাটা এই বাংলাদেশ ২০ লক্ষ লোকের দেশ না, ৪০ লক্ষ লোকের দেশ না, ১৮ কোটি মানুষের দেশ।’

‘১৮ কোটি লোকের তিন বেলা ক্ষুধা লাগে। শেখ হাসিনা যদি বিস্কুট দেয় একেক বেলা ৫৪ কোটি বিস্কুট লাগে।’

‘আরবের মতো যদি এক আধ কোটি মানুষের দেশ থাকত, তাইলে আমি মইনুদ্দিন খান আরবের শেখের বাপ হইতাম।’

এই বাংলার মানুষ অষ্টম শতকে রাজা নির্বাচন করেছিল জানিয়ে বাদল বলেন, ইউরোপে ১৭ অথবা ১৮ শতকের আগে এটা হয়নি।

‘আমাদেরকে বিদেশ থেকে গণতন্ত্র শিখাতে আসে, তাদেরকে বলতে চাই আমাদের দেশে অষ্টম শতকে এই দেশের মানুষ মিলে গোপালকে রাজা বানাইছে। …সুতরাং আমাদেরকে পরামর্শ দেয়ার আগে বিশ্বের দ্বিতীয়বার ভাবা উচিত।’

‘আত্মতুষ্টিতে ভুগলে চলবে না’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মধ্যে আত্মতুষ্টি চলে এসেছে বলেও মনে করেন বাদল। আর এটা ঝেরে ফেলার পরামর্শ দেন তিনি।

‘আমি একটা রোগ দেখছি এই সংসদে। আত্মতুষ্টি। এটা বিপদ ঘটাতে পারে। ক্যান উই রিয়েলাইজ হোয়াট উই আর এচিভিং। আমরা তিন টার্ম ক্ষমতায় থাকতে চাচ্ছি ইন পার্লামেন্টারি পলিটিক্স হুইচ ইজ ভেরি রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড।’

‘নেহেরু ভারত বর্ষে ১৮ বছর ছিলেন। নো মোর এক্সামপল ইন রিসেন্ট হিস্ট্রি। ইউনাইটেড কিংডমে স্যার রবার্ট ওয়ারপো, তিনি ১৭২১ এ ২০ বছর ছিলেন। অস্ট্রেলিয়াতে রবার্ট গর্ডন মেঙ্গিস, তিনি ১৮ বছর ৫ মাস ক্ষমতায় ছিলেন। কানাডাতে স্যার ইউনফিল্ড লরিয়েল ১৫ ৮৬ দিন ক্ষমতায় ছিলেন।’

‘আমি এ জন্য বলতে চাচ্ছি, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা, এটা আনথিংকেবল এচিভমেন্ট। আমরা সেটা করতে যাচ্ছি। সুতরাং সেখানে কমপ্লেসেন্ট হবেন না, অসম্ভব আত্মজিজ্ঞাসার সম্মুখীন হবেন।’

নতুন মন্ত্রণালয়ের সুপারিশ

এর আগে সমুদ্র সম্পদের ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ দেন বাদল। এর মন্ত্রণালয়ের নাম প্রস্তাব করেন ‘মিনিস্ট্রি অব সি অ্যান্ড কোস্টাল ম্যানেজমেন্ট।’

 

কালুরঘাট সেতুর দাবি আবার তুলে ধরেন জাসদ নেতা। বলেন, তিনি ২০ বার এই দাবি করেছেন সংসদে।

‘টিপিপি পরিকল্পনা মন্ত্রণালিয়ের জমা হয়েছে। ২৬ তারিখ একনেক মিটিং আছে। আমার একালাবাসীর তরফ থেকে প্রত্যাশা করছি এটা যেন পাস হয়। আর টাকা যারা দেবে সাউথ কোরিয়া এই অঙ্গীকার সম্পন্ন করেছে।’

সেতুটি শেখ হাসিনা সড়ক ও রেল সেতু নামে করারও প্রস্তাব করেন বাদল। সূত্রঃ  ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া