adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিল মিডিয়া ধুয়ে দিলো নেইমারকে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে সম্ভাবনাময় তারকা হিসাবে যাকে দলের নিউক্লিয়াস বলা হয়েছিল, সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করার পর সেই নেইমারেরই মুণ্ডুপাত করছে ব্রাজিল মিডিয়া। পিএসজি তারকাকে ‘স্বার্থপর’ বলার সঙ্গে তার পারফরম্যান্সকে উল্লেখ করা হয়েছে ‘সম্পূর্ণ একটা বিপর্যয়’ হিসেবে।

দারুণ শুরুর পর ফিলিপে কৌতিনহোর অসাধারণ এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষপর্যন্ত সুইসদের সঙ্গে ড্র করে ফিরতে হয় সেলেসাওদের। ব্রাজিল মিডিয়ার ভাষায়, এমন ম্যাচে প্রায় নিষ্প্রভ ছিলেন নেইমার।

ইএসপিএন ব্রাজিল তাদের শিরোনাম করেছে, ‘নেইমার ছিলেন সম্পূর্ণ বিপর্যস্ত’।

ওই প্রতিবেদনে ইএসপিএন ব্রাজিলের প্রধান আর্নালল্ডো রিবেরিও বলেছেন, ‘তার(নেইমার) খেলা গ্রহণযোগ্য ছিল না। তাকে বদল করা উচিত ছিল। ব্রাজিল একটি ভালো দল এবং সমস্যা থেকে নিজেদের বের করে আনার সামর্থ্যও আছে তাদের। কিন্তু নেইমার একাই ম্যাচ জেতাতে চায়। এতেই তিনি ব্যর্থ।’

আরেকটু সংযোজন করে রিবেরিও’র মন্তব্য, ‘সাম্প্রতিক অপারেশনের জন্য তার একটি অজুহাত আছে। কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি এবং দলের জন্য ভালো হয় এমন কিছুও করতে পারেনি। এর চেয়ে ডগলাস কস্তাকে খেলানো অনেক ভালো ছিল। তবে এখনও বুঝতে পারছি না যে, কেন সে(কস্তা) খেলছে না।’

নেইমারের দিকে আঙুল তুলেছে ফক্স স্পোর্টস ব্রাজিলও। সংবাদ মাধ্যমটির সিনিয়র সাংবাদিক ওসভাল্ডো প্যাসকোলা বলেছেন, ‘এভাবে খেলাটাকে বলা যায়, অস্পষ্ট ও সাধারণ ফুটবল। এটাও আশ্চর্যজনক যে টিটে তাকে(ডগলাস কস্তা) একটি মিনিটও খেলতে দেননি।’

আরেক ব্রাজিলিয়ান মিডিয়া ‘টেম্পো ব্রাজিল’ লিখেছে, ‘প্রত্যাশার চেয়ে অনেক কম কিছু করেছেন নেইমার। এ কারণেই সুইজারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ব্রাজিল।’

সংবাদমাধ্যমের পাশাপাশি দল ও নেইমারের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার জে ইলিয়াস। বলেছেন, ‘মাঠে তিনি(নেইমার) ছিলেন স্বার্থপর এবং এজন্যই তিনি এতো ফাউলের শিকার হয়েছেন। বড় সমস্যা হল নেইমার দল হিসাবে ফুটবল খেলাটা ভুলে গেছেন, সেই সঙ্গে বল দখলে রাখাটাও।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া