adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চাকরিচ্যুত করার কারণে বসকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লির গুরগাঁওয়ে চাকরিচ্যুত করার কারণে বসকে গুলি করে আহত করেছেন এক কর্মী। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি গুরগাঁওয়ে অবস্থিত জাপানি কোম্পানি মিতসুবার মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রধান বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সময় সকাল ৯টার দিকে মানবসম্পদ বিভাগের প্রধান বিনেশ শর্মা গাড়িতে করে মানেসারের আইএমটিতে নিজের অফিসে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি আহত হন।

এ ব্যাপারে গুরগাঁও পুলিশের জনসংযোগ কর্মকর্তা রবিন্দের কুমার পিটিআইকে বলেন, দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে বন্দুকের মুখে বিনেশ শর্মার পথ আটকানোর চেষ্টা করে। এতে তিনি গাড়ি না থামিয়ে ‍গতি বাড়িয়ে দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলিতে বিনেশ শর্মা আহত হয়েছেন। তিনি আরও বলেন, হামলাকারীদের একজন যোগিন্দর বলে চিহ্নিত করা হয়েছে। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে পথচারীরা পুলিশে খবর দিলে বিনেশ শর্মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত বুধবার অপেশাদার আচরণের জন্য যোগিন্দরকে চাকরিচ্যুত করেন বিনেশ শর্মা। তখন এজন্য এই কর্মকর্তাকে চরম পরিণতি ভোগের হুমকি দেন যোগিন্দর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া