adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হলিউডের নামি প্রযোজক হার্ভেকে নিয়ে হরর মুভি

বিনোদন ডেস্ক : হলিউডের নামি প্রযোজক হার্ভে ওয়াইনস্টিন। অসংখ্য সুপারহিট সিনেমা তৈরি হয়েছে তার প্রযোজনায়। প্রযোজক হিসেবে তিনি যতটা না খ্যাতি অর্জন করেছিলেন, গত এক বছরে তার চেয়েও বেশি হয়েছেন বিতর্কিত। তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ রয়েছে শতাধিক নারীর। সেসব অভিযোগের জেরে অস্কার বোর্ডের সদস্য পদও হারিয়েছেন হার্ভে।

তবে সিনেমা বানানো যার নেশা ও পেশা, সেই হার্ভে ওয়াইনস্টিনের স্ক্যান্ডাল নিয়েই এবার নির্মিত হতে যাচ্ছে একটি হরর মুভি। মুভিটি বানানোর ঘোষণা দিয়েছেন ‘স্কারফেস’ খ্যাত হলিউডের বিখ্যাত পরিচালক ব্রায়ান ডি পালমা। বর্তমানে মুভিটির চিত্রনাট্য রচনা করছেন তিনি। বললেন, ‘পুরো বছর ধরে আমি হার্ভের নানা কীর্তি-কলাপের গল্প শুনেছি। এখন বলার পালা।’

কিন্তু হার্ভে তো যৌন হেনস্তাকারী ও ধর্ষণকারী। তাকে নিয়ে তো এমন চিত্রনাট্যের একটি সিনেমাই হওয়া উচিত। হরর মুভি কেন বানাতে চাইছেন পরিচালক ব্রায়ান ডি পালমা? এ প্রসঙ্গে পালমা বললেন, ‘একজন যৌন নিপীড়ককে নিয়ে হরর ছবিই হওয়া উচিত। এটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবে।’

তার দাবি, ‘হার্ভের যৌন নিপীড়নের বিরুদ্ধে পৃথিবীজুড়ে যে #MeToo আন্দোলনের সূচনা হয়েছে, তা ছবির বিষয়বস্তু পরিবর্তন ও নির্মাণশৈলীতেও আমূল পরিবর্তন আনবে। এটা খুবই আনন্দের হবে যে, পুরুষদের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে ভিন্ন কিছু দেখতে পাবে নারীরা। এতদিন ধরে অসংখ্য পুরুষালি দৃষ্টিভঙ্গির ছবি নির্মিত হয়েছে, যেগুলো শুধু পুরুষরাই দেখে।’

এদিকে, পুরো বিশ্বকে চমকে দিয়ে গত ২৫ মে সকালে নিউ ইয়র্ক পুলিশের কাছে আত্মসমাপর্ণ করেন বিতর্কিত প্রযোজক হার্ভে ওয়াইনস্টিন। জমা দেন তার ব্যক্তিগত পাসপোর্ট। তার বিরুদ্ধে উঠা একগাঁদা অভিযোগের মধ্যে দুটি অভিযোগ তিনি স্বীকারও করে নেন। বলেন, এক অভিনেত্রীকে তিনি ধর্ষণ করেছিলেন এবং অন্য একজনকে ওরাল সেক্সে বাধ্য করেছিলেন।

আত্মসমর্পণ করার পর ওইদিনই হার্ভেকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতে তোলে পুলিশ। কিন্তু প্রথম দিনের শুনানি শেষে এবং হার্ভের আইনজীবীর আর্জির ভিত্তিতে আদালত তাকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। এই জামিনের বিপরীতে হার্ভেকে অবশ্য এক মিলিয়ন ডলার গুণতে হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য আট কোটি টাকা। হার্ভের এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ জুলাই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া