adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের সব টিকিট শেষ!

স্পাের্টস ডেস্ক : এই প্রথম। আর প্রথম বলেই আগ্রহটা অনেক বেশি। উত্তরখন্ডের দেরাদুনের শুধু ক্রিকেটপ্রেমীদের মধ্যে নয়, রাজ্য সরকারও বাংলাদেশ-আফগানিস্তান সিরিজকে দারুণ সফল করতে সব চেষ্টা করে যাচ্ছে। এই প্রথম তাদের স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। যা তা কথা! আফগানিস্তান ও বাংলাদেশের তিন টি-টুয়েন্টি সিরিজের প্রথম খেলাটি রাত সাড়ে আটটায় শুরু হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে।

বিশ্বের সেরা দুই দল নয় মোটে। কিন্তু রোমাঞ্চকর দল তো বটেই। স্থানীয় ক্রিকেট ভক্তদের মধ্যে প্রথম ম্যাচ ও পুরো সিরিজ নিয়ে রীতিমতো হই চই পড়ে গেছে। দেখতে না দেখতে অনলাইন ও অফলাইন সব টিকিট বিক্রি হয়ে গেছে। ২০১৬ সালে এই রায়পুর এলাকার এই স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। ২৩৭ কোটি রূপি খরচ হয়েছে তাতে। ২৫,০০০ দর্শক আসন।

২০১৪ বিশ্বকাপের পর এই প্রথম বাংলাদেশ ও আফগানিস্তান টি-টুয়েন্টি ম্যাচে আবার মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে আফগানদের ৯ উইকেটে স্রেফ উড়িয়ে দিয়েছিল টাইগাররা, ৮ ওভার হাতে রেখেই। বাংলাদেশ চাইবেই জয়ের ধারা রাখতে।। আফগানিস্তান আবার টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮, টাইগাররা ১০। বোঝাই যাচ্ছে আফগানিস্তান সময়টাকে কিভাবেই না বদলে ফেলেছে মাঝের সময়টাতে। আর এটা তাদের জন্য হোমগ্রাউন্ড। সেই অ্যাডভান্টেজ তো থাকছেই।

দুই দলেরই অধিনায়ক হতে যাওয়া এই স্টেডিয়ামটাকে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামই নাম দিয়েছেন। তাদের দাবি, এই মাঠে দর্শকরা প্রাণ জুড়ানো খেলাই উপহার পাবেন। সেরা খেলাটা পাবেন। দুই দলই দর্শকদের বিনোদনে ভরপুর খেলা দেখাতে চান। উপভোগের খেলা।

এটা যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের নিজেদের মাঠ হলেও তাদের অধিনায়ক আসগার স্তানিকজাই বলেছেন, এখানে তারাও প্র্যাকটিসেন সময় তেমন পাননি। আর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, এই ভেন্যুতে সাকুল্যে তিন থেখে চার সেশন অনুশীলনের সুযোগ মিলেছে তাদের। এই পরিস্থিতিতে দুই দলই কি বলতে চাচ্ছে না যে এই মাঠ তাদের সবার জন্যই সমান?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া