adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গল গ্রহে স্ফিংক্স’এর মূর্তি থাকার দাবি

ডেস্ক রিপাের্ট : নানা গবেষণা ও তথ্য সংগ্রহের কারণে এলিয়েন বিশ্বাসীরা প্রায়ই নতুন নতুন চমক বিশ্ববাসীকে দিয়ে থাকেন। মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা যেমন আগ্রহী, এলিয়েন বিশ্বাসীরাও কম নয়! তবে বিজ্ঞানীরা মহাকাশে প্রাণের সম্ভাবনার বিষয়টি রেখে-ঢেকে প্রচার করতে চাইলেও এলিয়েন বিশ্বাসীরা তা চায় না।

মঙ্গল গ্রহে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র পাঠানো রোবট যান কিউরিসিটি এপর্যন্ত যে সব ছবি পৃথিবীতে পাঠিয়েছে তার সব যে জনসমক্ষে প্রকাশিত হয়েছে, তা নয়। বিতর্ক সৃষ্টি করতে পারে এমন ছবি নাসা বরাবরই প্রকাশ করে না। আর সেই সব ছবি এলিয়েন বিশ্বাসীরা সংগ্রহ করে বিশ্ববাসীকে জানিয়ে থাকে।

এলিয়েন বিশ্বাসীদের ফাঁস করা মঙ্গলপৃষ্ঠের অপ্রকাশিত এমনই একটি ছবি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম নিয়েছে। ছবিতে মিশরে অবস্থিত স্ফিংক্স’এর মতোই একটি স্থাপত্যকে মঙ্গলপৃষ্ঠে দেখা যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে এক প্রতিবেদনে জানায়, ইউএফও সন্ধানী এবং মহাকাশ বিষয়ক জার্নালিস্ট জো হোয়াইট ইউটিউব চ্যানেলে ছবিটি প্রথম প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়।

জো হোয়াইট অবশ্য এর আগেও মঙ্গল গ্রহের বিভিন্ন ছবি পরীক্ষা করে এমন নানা দাবি তুলেছিলেন। সাম্প্রতিক ছবি দেখিয়ে তার দাবি, এটি যে প্রাকৃতিক সৃষ্টি এমনটা ভাবার কোনো কারণ নেই। মঙ্গলের বুকে এমন অনেক স্থাপত্য ছড়িয়ে রয়েছে যা প্রাণের সম্ভাবনাকেই জোড়ালো করে।

জোয়ের দাবি, মিশরে পিরামিডের যুগে ভিনগ্রহীদের যাতায়াত ছিল। তাদের দেয়া প্রযুক্তিতেই নির্মিত হয়েছিল বিশ্বের অন্যতম আশ্চর্য স্থাপত্যগুলো।

জো বলছেন, যারা মিশরের সেই সব স্থাপত্য নির্মাণের পেছনে ছিলেন তারাই সম্ভবত তৈরি করেছিলেন মঙ্গলের সেই স্ফিংক্স’এর মূর্তি। ছবি থেকে নির্মিত ভিডিওটি ইউটিউবে প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিও’র বর্ণনায় জো হোয়াইট বলেন, ৫টি ভিন্ন দিক থেকে তোলা ছবিগুলো লক্ষ্য করলে সেটি যে স্ফিংক্স’এর মূর্তি তা প্রমাণিত হয়। ছবিগুলো নাসার পাঠানো মহাকাশ যান কিউরিসিটি রোভার পাঠিয়েছিল তাও জানান জো।

একই সঙ্গে জো এটাও জানান যে, স্থাপত্যটির দৈর্ঘ্য ২শ’ ফুট। এখন মিশরের স্ফিংক্স’এর মূর্তি’র সঙ্গে একে মিলিয়ে দেখতে পারেন।

নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতার মানুষেরা খ্রিস্টপূর্ব ২৫৫৮ থেকে ২৫৩২ সালের দিকে স্ফিংক্স’এর মূর্তিসহ বিভিন্ন পিরামিড নির্মাণ করে। প্রাচীন সভ্যতার মানুষেরা কোন প্রযুক্তির মাধ্যমে পাথর কেটে তাকে একের পর এক সাজিয়ে পিরামিড নির্মাণ করলো তা আজও এক রহস্য।

উল্টো সময়ের সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে, এসব পিরামিড শুধুই রাজবংশের শীর্ষস্থানীয়দের সমাধিক্ষেত্র ছিল না। সম্ভবত আরও নানা উদ্দেশ্যে পিরামিড নির্মাণ করা হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া