adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপি ‘সন্ত্রাসী সংগঠন’, কানাডা আদালতের এই সিদ্ধান্ত সঠিক: তোফায়েল

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে কানাডার ফেডারেল কোর্ড সঠিক মূল্যায়ন করেছে বলে মনে করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘অবশ্যই কানাডা আদালত যথেষ্ট তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে এসেছে।’

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় কানাডার হাইকমিশনার এইচ ই বেনোইট প্রিফনটেইনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এবং রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে।

বৈঠক শেষে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তার দেশের আদালতের রায়ের বিষয়ে কানাডীয় হাইকমিশনার কোনো মন্তব্য করতেই রাজি হননি। কেন এই সিদ্ধান্ত এসেছে, সেটি জানা নেই বলে দাবি করেন কানাডীয় রাষ্ট্রদূত।

মোস্তফা কামাল নামে এক বিএনপি কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাচক করে ২১ মে কানাডার ফেডারেল কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ‍উল্লেখ করা হয়।

এর আগে ‘এস এ’ অদ্যাক্ষরের বিএনপির এক যুগ্ম মহাসচিবের রাজনৈতিক আশ্রয় আবেদন নাচক করে ২০১৭ সালের ১২ মে দেয়া আরও একটি রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে কানাডার আরেকটি আদালত।

তারও আগে ওই বছরের ২৫ জানুয়ারি আরেকটি রায়ে বিএনপির সহযোগী সংগঠন জুয়েল হোসেন গাজীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হয়। ওই রায়েও বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করা হয়।

তিনটি মামলার শুনানিতেই আন্দোলনের সময় বিএনপির ‘সন্ত্রাসের’ বিষয়টি তুলে ধরেছেন সে দেশে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।

কানাডার আইন অনুযায়ী কোনো ব‌্যক্তি যদি এমন কোনো দলের সঙ্গে যুক্ত থাকেন, যে সংগঠন সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল, আছে বা ভবিষ‌্যতে থাকতে পারে বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে, তাহলে তিনি নিরাপত্তাজনিত কারণে সে দেশে প্রবেশের অনুমতি পাবেন না৷

বাংলাদশের অন্যতম প্রধান একটি দলকে পশ্চিমা প্রভাবশালী দেশের আদালতে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়া দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর কি না-জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘যারা হরতাল, অবরোধের নামে মানুষ পুড়িয়ে মেরেছে তারা সন্ত্রাসী দল হিসেবেই বিবেচিত হবে। বিএনপির মত সন্ত্রাসী দলের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয় না।’

অন্য এক প্রশ্নে তোফায়েল বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই যথাসময়ে সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন হবে। জ্বালাও পোড়াও করে কোনো লাভ হবে না। সুতরাং বিএনপি এখন উচিত হবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া