adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুপার শপ `স্বপ্নতে’ পঁচা গোস্তসহ অস্বাস্থ্যকর পণ্য বিক্রি, ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : গরুর মাংসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ ও পচা পণ্য বিক্রি, মেয়াদ শেষে নতুন মেয়াদকাল বসানোর সুপার শপ ‘স্বপ্ন’ ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার চেইন সুপার শপটির বনানী শাখায় অভিযান চালায় আদালত। বেলা সোয়া একটার দিকে এই অভিযান শুরু হয়। চলে তিনটার পরও।

দুই ঘণ্টার এই অভিযানে যেসব চিত্র বেরিয়ে আসে, সেটি অভিযানে যাওয়া কর্মকর্তাদেরকেও অবাক করেছে। নামি প্রতিষ্ঠান হলেও আমদানি করা পণ্যের মেয়াদ শেষে এরা ফেলে না দিয়ে বা ধ্বংস না করে নতুন মেয়াদকাল বসিয়ে বিক্রি করত।

২০১৬ সালের ১৬ অক্টোবর স্বপ্নের একই শাখাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে।

দেড় বছরের পর একই রকমের অব্যস্থাপনার বিষয়ে জানতে চাইলে সুপারশপটির কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘স্বপ্ন সুপার শপের বনানীর এই আউটলেটে মেয়াদোর্ত্তীণ পচনশীল পচা খাবার বিক্রি করা হচ্ছিল।’

‘এর মধ্যে পিৎজাসহ বিভিন্ন ফাস্টফুড তৈরির উপকরণ রয়েছে। যেগুলোর মেয়াদ অনেক দিন আগে শেষ হয়েছে।’

‘এছাড়া ইমপোর্টারদের (আমদানিকারক) কাছ থেকে কেনা পণ্যের তারিখ উঠিয়ে সেখানে নতুন তারিখ বসানো হয়েছিল।’

এমনকি সরকার বেঁধে দেওয়া গরুর মাংস ৪৫০ টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও তারা ৫৫০টাকা দরে বিক্রি করছিল।’

‘সাথে ৪৫০ টাকাতেও গরুর মাংস বিক্রি করা হচ্ছে। যেটার মান নিয়ে প্রশ্ন আছে।’

প্রতি বছর রোজায় গরু ও খাসির মাংসের দাম নির্দিষ্ট করে দেয় সিটি করপোরেশন। এবারও রোজা শুরুর চার দিন আগে ১৪ মে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে গরুর মাংসের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৪৫০ টাকা নির্ধারণ করে দেয়। এটি দেশি গরুর মাংস। আর ভারতীয় গরু আর মহিষের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় ৪২০ টাকা।

রাজধানীতে কোনো কোনো বাজারে এই দাম মানা হচ্ছে, আবার কোথাও কোথাও এটা মানা হচ্ছে না। আর এটা না মানলে ব্যবস্থা নেয়া হবে বলে আগেই ঘোষণা ছিল।

র‌্যাবের ম্যাজিস্ট্রেট বলেন, ‘তাদের ওখানে মেয়াদ ছাড়া পাওয়া পণ্য জব্দ করে না নষ্ট করা হয়েছে। তাদেরকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সকল অব্যবস্থাপনা ঠিক না হলে আবারও জরিমানা করা হবে সতর্ক করে দেওয়া হয়েছে।’

এর আগেও নানা সময় মেয়াদউত্তীর্ণ পণ্য, পচা মাছ বিক্রির দায়ে জরিমারা গুনেছে স্বপ্ন। ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির মিরপুর আউটলেটে পচা আঙ্গুর বিক্রির চেষ্টার ভিডিও ফেসবুকে আপলোড করেছিলেন একজন ক্রেতা। এটি তখন ভাইরাল হয়।

২০১৬ সালের ৮ নভেম্বর পচা মাছ বিক্রির দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্বপ্নের একটি শাখাকে এক লাখ টাকা জরিমানা করে।

২০১৭ সালের ৮ মার্চ একই অভিযোগে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে স্বপ্নর শাখাকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া