adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এইচআরএফবি’র অভিযােগ -সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক : সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একথা বলে সংগঠনটি।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক তামান্না হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের ৩০তম অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচিত হয়েছে। যাতে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন। কাউন্সিলের ১০৫টি সদস্য দেশ ২৫১টি সুপারিশ পেশ করে। বাংলাদেশ সরকার এর মধ্যে ১৬৭টি গ্রহণ করেছে। প্রতিক্রিয়া জানাতে সময় নিয়েছে ২৩টি সুপারিশের বিষয়ে। গ্রহণ করেনি ৬১টি সুপারিশ।

যেসব সুপারিশ সরকার প্রত্যাখ্যান করেছে সেগুলো হলো- গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর, জাতিসংঘের সকল বিশেষ প্রতিনিধিদের বাংলাদেশ ভ্রমণের অনুমতি প্রধান, জাতীয় মানবাধিকার কমিশনকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত করার ক্ষমতা প্রদান, বিরোধী দল, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ভীতিহীনভাবে কাজ করতে পারে সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলোপ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া