adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আফগানিস্তানকে সামলাতে ভিডিও ফুটেজ দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলটির বোলিং আক্রমণ কীভাবে সামলানো যায় সেই পরিকল্পনা নিয়ে ব্যস্ত বাংলাদেশ। বৃহস্পতিবার মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, ইতোমধ্যে তারা ভিডিও ফুটেজ দেখা শুরু করেছেন।

রিয়াদ সাংবাদিকদের বলেন, আমরা জানি ওদের বোলিংয়ে ভাল বৈচিত্র্য আছে। আমার মনে হয় খুব ভাল একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য। তিনি বলেন, আমরা অলরেডি ভিডিও ফুটেজ দেখেছি। যদিও আমি মুজিবকে এখনও ফেস করিনি। রশিদ খানকে খেলা হয়েছে। এরআগে যখন হোম কন্ডিশনে আফগানিস্তানের সাথে খেলেছি তখন খেলেছি।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ জুন। একদিন বিরতির পর শেষ ম্যাচ হবে ৭ জুন।

প্রতিপক্ষ দলে রশিদ খান, মুজিব জাদরানের মতো বোলার থাকলেও নিজেদের সক্ষমতায় বিশ্বাসী রিয়াদ বলেন, তাদের বোলারদের মোকাবিলা করার মতো সক্ষমতা আমাদের ব্যাটসম্যানদের আছে।

টি-২০তে বাংলাদেশ দশ নম্বরে আর আফগানিস্তান আটে। র‌্যাংঙ্কিংয়ের এই ব্যবধান রিয়াদকে খুব একটা ভাবাচ্ছে না, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি টি-২০তে বড় টিম, ছোট টিম বলতে কিছু নেই। নির্দিষ্ট দিনে ভালো পারফর্ম করে আপনি যে কাউকে হারাতে পারবেন। বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া