adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘সুখী’ ভারতের চার রাজ্যে জন্মনিয়ন্ত্রণে ভূমিকা রাখছে

ডেস্ক রিপাের্ট : প্রতিবেশি ভারতের চারটি রাজ্যে জন্মনিয়ন্ত্রণে ভূমিকা রাখছে বাংলাদেশের সরকারি গর্ভনিরোধক পিল ‘সুখী’। অবৈধ পথে পাচার হয়ে সীমান্তের ওপারে গিয়ে বাংলাদেশের জন্য বিনামূল্যের এই পিল ভারতে দেদার বিক্রি হচ্ছে বলে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে এ খবর দিয়েছে।

ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের যে সব রাজ্যে বাংলাদেশের এই পিল যাচ্ছে, তার মধ্যে অন্যতম একটি রাজ্য হল আসাম। এই রাজ্যটিতে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশের চাপে জনসংখ্যা বাড়ছে বলে যে সময় বিভিন্ন সংগঠন আন্দোলন করছে। ঠিক সেই সময়েই রাজ্য স্বাস্থ্য বিভাগের জরিপের এক রিপোর্টে বলা হয়েছে, আসামে জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বাংলাদেশ-ই! রিপোর্টে বলা হয়েছে, আসামের নারীরা বাংলাদেশি গর্ভনিরোধক পিলের উপর নির্ভরশীল।

সাংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুধু আসামেই নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়ের নারীরাও বাংলাদেশে বিনামূল্যের এই পিলের ওপর নির্ভরশীল। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলোর নারীরা গর্ভনিরোধক হিসেবে বাংলাদেশি ‘সুখী’-র উপরেই নির্ভর করে।
ভারতের সরকার বিনামূল্যে মালা-ডি নামে যে গর্ভনিরোধক বিতরণ করে তা এই অঞ্চলগুলোতে তেমন পাওয়া যায় না। অথচ হাতের কাছে অঢেল ‘সুখী’। বাংলাদেশে বিনামূল্যে দেওয়া হলেও এ ভারতে পাচার হয়ে আসা দশটি ট্যাবলেটের ‘সুখী’র একটি পাতার দাম ১০ থেকে ১৫ রুটি। অন্য দিকে বাজার ভারতীয় অন্য গর্ভনিরোধকের প্রতি পাতার দাম পড়ে৭৫ থেকে ১০০ রুটি। এ কারণে বাংলাদেশের সুখীর চাহিদা বেশি।

আসামের জন্মনিয়ন্ত্রণ, প্রসূতি মৃত্যুসহ মহিলা স্বাস্থ্যের উপরে সাম্প্রতিক এক আলোচনা সভায় এই তথ্য সামনে এসেছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রধান আর কে তালুকদার জানান, আসামের হাসপাতালে ভারতীয় গর্ভনিরোধক বড়ির অনিয়মিত সরবরাহ এবং ওই বড়ি নিয়ে ছড়ানো বিভিন্ন গুজবের ফলে বিস্তীর্ণ এলাকার মহিলারা বাংলাদেশ থেকে আসা সুখীকেই বেছে নিচ্ছেন।

ভারত সরকারের এক জরিপের রিপোর্টে উঠে এসেছে, জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে আসামের ২২ শতাংশ মহিলা গর্ভনিরোধক বড়িতেই আস্থা রাখেন। কন্ডোমের ব্যবহার মাত্র ২.৭ শতাংশ। আসামে প্রসূতি মৃত্যুর হার প্রতি লক্ষে ৩০০ জন যা জাতীয় হার ১৬৭ জনের প্রায় দ্বিগুণ।

পশ্চিমবঙ্গের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সুজয় রায় জানান, রাজ্যের উত্তরবঙ্গেও বিভিন্ন এলাকায় সুখী বহুল প্রচলিত। সেখানকার দোকানগুলি ‘বেআইনি’ জেনেও সুখী বিক্রি করছেন। জানা গিয়েছে, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ভারতীয় মালা-ডি’র চেয়ে অনেক বেশি জনপ্রিয় ‘সুখী’।

এদিকে দেশের জন্মনিয়ন্ত্রণে সরকারি এই গর্ভনিরোধক পিলগুলো কিভাবে ভারতে পাচার হয়ে যাচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া