adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে মির্জা ফকরুল – সালমান এফ রহমান কয়েকটি ব্যাংক দেউলিয়ার কারণ

ডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ব্যবসায়ী সালমান এফ রহমান কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংককে দেউলিয়ার পথে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

আওয়ামী লীগ সরকারের নয় বছরে ব্যাংক খাতের ‘দুর্নীতি ও অনিয়মের’ চিত্র তুলে ধরতে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘তিনি ( সালমান এফ রহমান ) শুরু থেকে সরকারি ব্যাংকই নয় কয়েকটা বেসরকারি ব্যাংকককেও দেউলিয়ার পথে নিয়ে গিয়েছেন।’

বাংলাদেশে খেলাপি ঋণ বিষয়ে যবে থেকে আলোচনা, তখন থেকেই বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের নাম আলোচনায় এসেছে। তবে বাংলাদেশ ব্যাংকের সবশেষ খেলাপি ঋণদাতার তালিকায় তার নাম নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফখরুল বলেন, ‘২০১৫ সনে ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে এমন ১১ বড় ব্যবসায়ী গ্রুপের ১৫ হাজার কোটি টাকা পুনর্গঠনের নামে ঋণ নিয়মিত করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে শীর্ষ খেলাপির তালিকা থেকে বাদ যায় আওয়ামী আশীর্বাদপুষ্ট কয়েকটি বড় গ্রুপ। যার মধ্যে একটি গ্রুপের কর্ণধার বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন।’

‘বড় খেলাপিরা সবাই ক্ষমতাবান, প্রভাবশালী ও রাজনৈতিক আশীর্বাদপুষ্ট।

সাংবাদিকরা জানতে চান ব্যাংকিং খাত দেউলিয়ার জন্য দায়ী ব্যক্তির পরিচয় জানতে চাইলে ফখরুল বলেন, ‘সেই ব্যক্তির নাম আপনারাও জানেন অবশ্য। তিনি আর কেউ নন ধনকুবের সালমান এফ রহমান।’

‘তিনি শুরু থেকেই সরকারি ব্যাংকই নয়, কয়েকটা বেসরকারি ব্যাংকককেও দেউলিয়ার পথে নিয়ে গিয়েছেন।’

পরে ব্যাংকিংখাতের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিএনপির আরো কয়েকজন স্থায়ী কমিটির সদস্য কথা বলেন।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘সরকার জনগণের টাকা গুটিকয়েক মানুষকে খুশি করার জন্য তাদের মাঝে বিলিয়ে দিয়েছে।’

‘আর দেবে না কেন? তাদের তো জনগণের দরকার নেই, ভোট ছাড়াই তারা নির্বাচিত হতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘বর্তমান সরকার দেশের সবকিছু যেমন তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। শুধু বাদ ছিল ব্যাংকিংখাত। এখন সেটাকেও তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।’

‘নিজেদের লোকদের ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে বসিয়েছে এ জন্যই ব্যাংকিং খাতের এই নাজুক অবস্থা। ব্যাংকের একটা নিজস্ব সত্ত্বা আছে সেটা নষ্ট তরে দিলে ব্যাংক দেউলিয়া হবেই এটা সাধারণ ব্যাপার।’

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার ব্যাংকে চাকরির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি তোয়াক্কা না করে, নিজেদের পূর্ব নির্ধারিত ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে যা ব্যাংকিং খাতের জন্য অত্যান্ত লজ্জাজনক এক অধ্যায়। বাংলেদেশ ব্যাংক বাধ্য হয়ে তাদের কথা শুনতে হচ্ছে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘সরকার সবসময়ই বলে আসছে তারা গণতন্ত্রের সঠিক চর্চা করে। তারা নাকি গণতন্ত্রের রক্ষা কর্তা। আপনারা বাস্তবে সেটার কতটুকু মিল পেয়েছেন? আমাদের নেত্রীকে তারা বন্দী করে একনায়কন্ত্র কায়েম করার চেষ্টা করছে। আমরা সেটা হতে দেব না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া