adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়বার্ষিকী উদযাপন করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার জমকালোভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩তম বিজয়বার্ষিকী উদযাপন করলো রাশিয়া। ১৯৪৫ সালের এদিন নাৎসি জার্মান বাহিনী আত্মসমর্পণ করে।

জাতীয়ভাবে উদযাপিত দিবসটিতে রেড স্কয়ারে অনুষ্ঠিত সামরিক প্যারেডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ছিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুকিক। সেইসাথে অতিথি হিসেবে ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

৩৩টি দলে বিভক্ত হয়ে রুশ স্থল, নৌ ও বিমানবাহিনীর ১৩ হাজারেরও কর্মীবাহিনী রেড স্কয়ারের এ প্যারেডে অংশগ্রহণ করে। প্রদর্শনীতে ছিল ১৫০টি যুদ্ধাস্ত্রের অংশগ্রহণও। এ ছাড়া ৭৫টি হেলিকপ্টার ও বিমান আকাশে নানা কসরত ও নৈপুণ্য প্রদর্শন করে।

রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন হিসেবে বিবেচিত এ দিবসটির উদযাপন উপলক্ষ্যে পুতিন বলেন, ছুটির দিনটি কয়েক দশক ধরে এজন্য উদযাপিত হয়ে আসছে যে, ইতিহাসের যাতে পুনরাবৃত্তি না হয়।

তিনি আরও বলেন, আমরা দুইটা বিশ্বযুদ্ধের বিয়োগান্তক স্মৃতি স্মরণ করছি। এর ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে এটি আমাদের অন্ধ করে দিবে না। পুরনো জঘন্য বিষয়গুলোর মতো নতুন হুমকিগুলো আমরা দেখতে পারছি- স্বার্থপরতা এবং অসহিষ্ণুতা, আগ্রাসী জাতীয়তাবাদ এবং একচেটিয়া আধিপত্যবাদ।

তিনি বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা ইস্যুতে রাশিয়া সবসময় সংলাপের পক্ষে।

বক্তৃতায় তিনি রাশিয়ার উন্নতিতে জনগণের অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং স্ব স্ব কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। সূত্র: আনাদলু

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া