adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে আ. লীগ নেতার অফিসে দুর্বৃত্তদের গুলি

নিজস্ব প্রতিবেদক : চাঁদার দাবিতে রাজধানীর পল্টনে একটি বিল্ডার্স কোম্পানির অফিসে ঢুকে কয়েকজন যুবক ৫/৬ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় দুর্বৃত্তরা অফিসে ভাঙচুরও চালায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ বলছে, অভিযোগ পেলে দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হবে।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। অফিসটি পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামূল হক আবুল ও তার ভাই মুক্তিযোদ্ধা জামান হায়দার বাবুলের বলে জানা গেছে।

জামান হায়দার বাবুল জানান, ‘শান্তিনগরে ইস্টার্ন প্লাস’শপিং মলের পাশের গলিতে তাদের বাড়ি (১৬০নং)। তার পাশেই আইডাল হোম বিল্ডার্স লিমিটেডের ১৭ তলা ভবনের কাজ চলছে। তিনি ওই ভবনের দেখভালের দায়িত্বে আছেন। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ওই ভবনের অফিস রুমে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন।

এসময় ২৫/৩০ জন মোটরসাইকেল নিয়ে ফরিদা ক্লিনিকের গলি দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই অফিস কক্ষ ভাঙ্গা শুরু করে এবং রিভালবার বের করে গুলি করতে উদ্ধত হয়। তারা অফিসের মেঝেতে ৪/৫ রাউন্ড ফাঁকাগুলি করে ভয় দেখানোর চেষ্টা করে এবং বলতে থাকে ‘টাকা রেডি কর, টাকা রেডি কর’। আমি যখনই মোবাইল বের করে আমার ভাইকে ফোন করতে যায়, তখনই তারা আমার দিকে পিস্তল তাঁক করে। তিন চার মিনিটেই তান্ডব চালিয়ে পরে তারা অফিস ত্যাগ করে।’

তিনি আরও বলেন, ‘আমি নয় নাম্বার সেক্টরের একজন মুক্তিযোদ্ধা। মরণকে ভয় করি না। জন্মসূত্রে এই এলাকায় বসবাস। কোনওদিন অন্যায়ের কাছে আঁতাত করিনি। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিছু করতে দিই না। হয়ত এটার কারণেই তারা আমি ও আমার ভাইকে হত্যা করতে চেয়েছিল। আর ১৭তলা ভবনের কাজ চলছে এটাতে তারা চাঁদা নিতে পারছে না। হয়ত সেই আক্রোশের কারণে এলাকায় বাহিরাগত কিছু ছেলে এটা করিয়েছে। কিন্তু এসবে আমি ভয় পাই না।’

এ ঘটনার ভিডিও ফুটেজ আছে জানিয়ে তিনি বলেন পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পল্টন জোনের এসি মিশু বিশ্বাস জানান, ‘গুলির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যদিও গুলির কোনও আলামত সেখানে পাইনি। তবে ৬/৭ টি মোটরসাইকেল গিয়েছিল। ঘটনার ভিডিও ফুটেজ এখনও হাতে পাইনি এবং তারা এখনও মামলা করেনি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া