adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতে শেরপুরে চারজনের মৃত্যু

ডেস্ক রিপাের্ট : পৃথক বজ্রপাতে শেরপুরে স্কুলছাত্রীসহ চারজন মারা গেছেন। সোমবার সকাল আটটা থেকে দুপুর ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

সকাল আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে মারা গেছে শারমিন আক্তার নামে এক স্কুলছাত্রী। সে উপজেলার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শারমিন সকাল আটটার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একই উপজেলার বাঘবেড় গ্রামে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের দুইটি গরু মারা গেছে।

এছাড়াও শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামে আব্দুর রহিম নামে এক কৃষক মাঠে ধানকাটা অবস্থায় বেলা ১১টার দিকে বজ্রপাতে মারা গেছেন।

সকাল পৌণে ১০টার দিকে নকলা উপজেলার মোজারচর গ্রামে শহিদুল ইসলাম নামে এক যুবক মাঠ থেকে কাটা ধান নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাতে মারা যান।

অন্যদিকে জেলার শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে বেলা ১১টার দিকে কুব্বাস আলী নামে এক কৃষক মহিষ নিয়ে ফেরার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত চিকিৎসক আনিসুর রহমান তাকে কুব্বাস আলীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া