adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতে সোমবার সারাদেশে ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপাের্ট : সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলাম (৩৩) ও ওবায়দুল হক (২৭) নামে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ভোলাব বন্দের বাড়ি ও জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের জমিতে এ ঘটনা ঘটে। নিহত হাসেম মোল্লা ওই এলাকার কামাল মোল্লার ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে এবং ওবায়দুল হক উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ ও সোনারগাঁ জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ শিকদার শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর প্রতিনিধি জানান, বজ্রপাতে বকুল (২৫) ও হাবিবুর রহমান (৩৫) নামে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তি জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত বকুল ইসলামপুরে দক্ষিণ চিনাডুলি গ্রামের ছাত্তার মিয়ার ছেলে এবং হাবিবুর রহমান সরিষাবাড়ীর মহাদানের শ্যামের পাড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে। মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে মো. মতিন শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিন শেখ ওই গ্রামের মতি শেখের ছেলে বলে নিশ্চিত করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলি।

পাশাপাশি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামে বজ্রপাতে আব্দুল মতিন মণ্ডল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন মণ্ডল উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামের মোতালেব মণ্ডলের ছেলে। বালিয়াকান্দি হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৭) নামের এক যুবকের মত্যু হয়েছে। এ সময় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক খুলনার পাইকগাছা উপজেলার আকল ঘাটা এলাকার বাসিন্দা। সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী প্রতিনিধি জানান, বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার পুঠিয়ায় উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আরেজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানা পুলিশের ওসি সায়েদুর রহমান ভূঁইয়া।

পাবনা প্রতিনিধি জানিয়েছেন, পাবনায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই ব্যক্তি পদ্মানদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে বজ্রপাত হলে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ। তবে, নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ উপজেলার জামখলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইয়াহিয়া আহমদ (২৪) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামের অপর শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ধানকাটা শ্রমিক ইয়াহিয়া সিলেটের কানাইঘাট উপজেলার ইলিয়াছ আলীর ছেলে এবং আহত আব্দুল্লাহ একই গ্রামের ওয়াতির আলীর ছেলে। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৩০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শামসুল হক উপজেলার জাতুকর্নপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের আত্মীয় মোতাব্বির হোসেন।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ৩টি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। তমিজ উদ্দিন আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে। আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় বজ্রপাতে হাসিবুল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজুম্মা গ্রামের ছাতেনতলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কালেজছাত্র হাসিবুল কুতুবপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে ও বদরগঞ্জ কলেজের ডিগ্রির ছাত্র। আহত নজরুল ইসলাম শৈলগাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া