adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে লাইভ সম্প্রচারে হঠাৎ ছোট পোশাকে নারী রেসলার, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের টেলিভিশনে প্রথবারের মত লাইভ রেসলিং সম্প্রচারের সময়, হঠাৎ পর্দায় ছোট পোশাকে নারী রেসলারের উপস্থিতি দেখা যায়। আর এ ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গতকাল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ব্যাপক প্রস্তুতি নিয়ে জেদ্দায় এই ম্যাচ আয়োজন করেছিল। সৌদি আরব এবং ইরানের দুই দেশের প্রতিযোগী লড়েন ম্যাচটিতে। জিতেছেন অবশ্য সৌদি কুস্তিগির। দর্শক সারিতে নারী পুরুষ উভয়েই উপস্থিত ছিলেন, যদিও কোন নারী রেসলার লড়াইতে অংশ নেননি।

কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। বিজ্ঞাপনের সময় সংক্ষিপ্ত পোশাক পড়া নারী রেসলারদের দেখানো শুরু হলে, সম্প্রচার বন্ধ করে দেয় রাষ্ট্রীয় টিভি। তবে কুস্তি চলাকালীন সময় অডিটোরিয়ামের বড় টিভি স্ক্রিনে সে দৃশ্য তৎক্ষণাৎ বন্ধ করতে পারেনি কর্তৃপক্ষ।

ফলে রেসলিং অ্যারেনায় উপস্থিত সবাই সে দৃশ্য দেখতে পান। এই ‘অশ্লীল’ দৃশ্যের জন্য ক্ষমা চেয়েছে সৌদি জেনারেল স্পোর্টস কর্তৃপক্ষ। রেসলিং বা কুস্তি সৌদি আরবের সমাজের জন্য এক সময় প্রায় অপরিচিত একটি ব্যপার ছিল।

যদিও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কুস্তি বা রেসলিং খুবই জনপ্রিয় একটি খেলা। গত বছর দুয়েক ধরে একটু একটু করে এ ধরণের বিনোদনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে দেশটির সমাজকে।

দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির সমাজে যে পরিবর্তন আনার নানা উদ্যোগ নিয়েছেন, এটিও তারই অংশ। গতকালের ঐ ম্যাচ দেখার জন্য অডিটোরিয়ামে নারীসহ ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

দেশটিতে নারীরা ইতিমধ্যেই ফুটবল খেলার অনুমতি পেয়েছেন। তবে এর আগে নারী রেসলারদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সমালোচনা করেন অনেকে। আর ঐ ম্যাচটি নিয়ে দেশটির সামাজিক মাধ্যমে বেশ সরব ছিল।

ম্যাচ চলাকালে অডিটোরিয়ামের ভেতরে ইরানের পতাকা ওড়াতে দেখা গেলেও তাতে কর্তৃপক্ষ বাধা দেয়নি। অনেকে এই ব্যপারটির প্রশংসা করে পোষ্ট দিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া