adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতে সিরাজগঞ্জে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু

ডেস্ক রিপাের্ট : সিরাজগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার শাহজাদপুর, কাজিপুর ও কামারখন্দ উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাদপুর পৌর এলাকার ছয়আনিপাড়া মহল্লার ফারুক হাসানের ছেলে নাবিল হোসেন (১৭), রাশেদুল হাসানের ছেলে পলিং হোসেন (১৬), কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানী গ্রামের পারেশ মন্ডলের ছেলে শামছুল মন্ডল (৫৫) ও শামছুল মন্ডলের ছেলে আরমান (১৪) এবং কামারখন্দের পেস্তক কুড়াগ্রামের আহের মন্ডলের ছেলে কাদের হোসেন (৩৭)।

কাজিপুরের তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ জানান, সকালে ডিগ্রি তেকানী চরে ছেলেকে সঙ্গে নিয়ে বাদাম তুলছিলেন শামছুল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দুজনেই ঝলসে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে উভয়েই মারা যান।

অন্যদিকে দুপুরের দিকে শাহজাদপুর উপজেলা ভ‚মি অফিসের সামনে বজ্রপাতে নাবিল ও পলিং নামে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত নাবিল হোসেন পৌর এলাকার ছয় আনিপাড়া মহল্লার বাসিন্দা এবং পলিং হোসেন শাহজাদপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় নাবিল ও পলিং নামের দুই যুবক উপজেলা ভ‚মি অফিসের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় বজ্রপাত হলে দুজনেই ঝলসে যান। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ (নার্স) আব্দুল লতিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার পেস্তক কুড়া গ্রামের একটি ধানক্ষেতে বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আহের মন্ডলের ছেলে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিলা বেগম বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া