adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদার চেয়ে শেখ হাসিনা বেশি জনপ্রিয় : জরিপ তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশের মানুষের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি জনপ্রিয় বলে ওয়াশিংটনভিত্তিক একটি সংস্থার জরিপের তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়।

এ প্রসঙ্গে শনিবার রাতে নিজের ফেইসবুক স্ট্যাটাসে এই বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

জয় লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত একাধিক এফজিডি জরিপ অনুযায়ী, বাংলাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা খালেদা জিয়া ও বিএনপি থেকে পরিষ্কারভাবে বেশি।’

গবেষণা প্রতিবেদন সম্পর্কিত খবরের একটি লিংকও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী পুত্র।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি দাবি করছে, এই মুহূর্তে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি জনপ্রিয়। আর ‍‘সুষ্ঠু’ নির্বাচন হলে ক্ষমতাসীন দল হারবে বলে নির্দলীয় সরকারের অধীকে নির্বাচন দিতে চায় না সরকার।

এর মধ্যে জয় তার স্ট্যাটাসে জানান, ২০১৭ সালের গ্রীষ্মে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) পক্ষ থেকে জরিপ করা হয় বাংলাদেশে।

জয় লিখেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ও তার চেয়ারপারসন খালেদা জিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী ও সুসংহত অবস্থানে রয়েছে।’

‘আইআরআই বলছে, ব্যক্তি শেখ হাসিনার বিপুল জনপ্রিয়তা এবং উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বেশ শক্ত অবস্থানে থেকে ২০১৮ সালের নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।’

আইআরআই তাদের পর্যবেক্ষণে আরও বলছে, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনার ওপর বাংলাদেশের মানুষের দৃঢ় আস্থা ও অবিচল সমর্থন রয়েছে। পরিকল্পিত স্থানীয় উন্নয়ন এবং শেখ হাসিনা ও তার রাজনৈতিক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস এখানে প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করছে…।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া