adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের নারী ক্রিকেটার ঝুলনের ছবি ডাকটিকেটে

স্পাের্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট তো বটেই পুরো নারী ক্রিকেট ইতিহাসেই ঝুলন গোস্বামী একটি বড় নাম। দুই মাস আগে দারুণ এক কীর্তি গড়েছেন ভারতের এই বাঙালি নারী ক্রিকেটার। প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ঝুলন। দারুণ এই কীর্তিতে শুক্রবার ঝুলনকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করেছে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।

ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েন ঝুলন। ভারতের জার্সিতে ১৬ বছর ধরে দাপটের সঙ্গে খেলে চলেছেন এই ৩৫ বছর বয়সী ফাস্ট বোলার। ১৬৯টি ওয়ানডে ম্যাচের পাশাপাশি ৬৪টি টি-টুয়েন্টি ও ১০টি টেস্ট খেলেছেন ডানহাতি বোলার।

২০০৭ সালে আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছিলেন ঝুলন। ২০১০ সালে অর্জুন এবং ২০১২ সালে ভারতীয় রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি। শুক্রবার ঝুলনকে নিয়ে ডাকটিকেট অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কলকাতার মহারাজ নিজে অবমুক্ত করেছেন ডাকটিকেটটা।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় লিসা স্টেলেকার টুইট করেছেন ঝুলনকে নিয়ে প্রকাশিত ডাকটিকেট নিয়ে। ডাকটিকেটের ছবি পোস্ট করে অজি ক্রিকেটার লিখেছেন, ‘কতটা দারুণ ব্যপার এটি। মেয়েদের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ঝুলন গোস্বামি ২০০ উইকেট লাভ করে।’

সূত্র : টাইমস নাও নিউজ ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া