adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদের যা বললেন

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বার্থ ছাড়া সম্পর্ক হয় না। দু’ দেশেরই স্বার্থ আছে। ভারত একটি বড় প্রতিবেশী দেশ, বাংলাদেশের তিনপাশ জুড়ে যার অবস্থান-সেই দেশের সঙ্গে যুদ্ধ করে হবে না। আলাপ-আলোচনা করে কাজ করতে হবে।

শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে আগামীকাল রোববার আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এগুলো দুটি দেশের রাজনৈতিক দলের মধ্যে আনুষ্ঠানিকতা। তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যাবে। সেখানে গিয়ে ভারতের পার্লামেন্টের অধিবেশন, অধিবেশনের কার্যক্রম ইত্যাদি দেখবে প্রতিনিধি দল। এ ছাড়া প্রতিবেশী একটি দেশের সঙ্গে এমন সফর হতেই পারে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সফর শেষে দেশে এসে সফরের কার্যকারিতা সম্পর্কে বোঝা যাবে। দুই দেশের মধ্যে এ ধরনের বড় ডেলিগেশন বিনিময় হয় না অনেক দিন। দুই দেশের মধ্যে ‘পার্টি টু পার্টি’ এ ধরনের সফর হয়। এটি দুই দেশের বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করে।
ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তির বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই বিষয়টি তো আলোচনার বিষয়। চাইলেই তো ভারতের কেন্দ্রীয় সরকার পানি দিতে পারবে না। পশ্চিমবঙ্গের সম্মতির ব্যাপারও আছে। এসব বিষয়েও সেখানে আলোচনা হবে। তিনি বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস জনগণ। আমরা চাইব না, বিজেপি এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দিক। নির্বাচন ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের তৎপরতা হয়, কিন্তু ভারত কখনো বাংলাদেশের নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করে না।’

সফর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিনিধি দল আগামীকাল রোববার ২২ তারিখ ভারত সফরে যাবে। সেখানে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে প্রতিনিধি দল। পরে নৈশভোজে অংশ নেবে। পরদিন সোমবার সকালে ভারতের পার্লামেন্ট ভবন পরিদর্শন শেষে বিকেল সোয়া চারটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধি দল। এরপর বিজেপির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে। ২৪ তারিখ মঙ্গলবার দুপুরে প্রতিনিধি দল বাংলাদেশের উদ্দেশে ভারত ত্যাগ করবে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে সফর বিষয়ে অবহিত করবে প্রতিনিধি দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধিদলে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং সদস্য গোলাম কবির রাব্বানী।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া