adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাকা দাও, নইলে পরিবারের সদস্যদের হত্যা- পঞ্চগড়ে একাধিক চিকিৎসককে হুমকি

ডেস্ক রিপাের্ট : পঞ্চগড়ে একাধিক চিকিৎসকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছে। অন্যথায় তাদের পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও অব্যাহত রয়েছে মৃত্যু হুমকি।

সর্বশেষ শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. মনসুর আলীকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে একইভাবে হুমকি দেয়া হয়। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ও হুমকির শিকার চিকিৎসকরা জানান, শনিবার দুপুর ১২টা নাগাদ ডা. মনসুর আলীকে তার মোবাইল ফোনে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে জনৈক ব্যক্তি একাধিকবার একাধিক নম্বর (০১৯০২-৪১৫৬৭৫, ০১৭৭৭-৯২০৬৩৮, ০১৬৩৩৬৩৯৮৫৯) থেকে ফোন করেন।

ফোনে বলা হয়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অনেক সদস্য জেলে রয়েছেন। আহত হয়ে অনেকের চিকিৎসা চলছে। এছাড়া অনেকে ভারতসহ বিভিন্নস্থানে আত্মগোপনে রয়েছেন। তাদের সহায়তার জন্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এ জন্য টাকা দিয়ে তাদের সহযোগিতা করতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও জেলা স্বাস্থ্য বিভাগের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, সার্জারি কনসালট্যান্ট ডা. আমির হোসেনসহ একাধিক চিকিৎসককে একই প্রকার হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়। সে সময় বিষয়টি থানায় জানানো হলেও এমন হুমকি এখনও অব্যাহত রয়েছে।

ডা. মনসুর আলী বলেন, চাঁদা না দিলে ওই ব্যক্তি আমাকেসহ পরিবারের সদস্যদের গুম ও হত্যার হুমকি দেন। একই সঙ্গে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানাতেও হুঁশিয়ারি দেয়া হয়।

শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোয়ার হোসেন বলেন, আমাকে সর্বহারা পরিচয়ে হুমকি দেয়া হয়েছিল। একইসঙ্গে ডা. আমীর হোসেনসহ একাধিক চিকিৎসককে হুমকি দেয়া হয়। হুমকি দাতার মোবাইল নম্বর উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়। এ নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, এর আগে এমন হুমকিদাতার মোবাইল নম্বরের লোকেশন ছিল ঢাকার মিরপুর। পরে সেই নম্বরের বিষয়ে খোঁজ নিতে গিয়ে কুষ্টিয়ার মিরপুর এলাকার একটি ঠিকানা পাওয়া যায়। কিন্তু পরে তদন্তে কুষ্টিয়ার মিরপুর এলাকার ওই ঠিকানার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মোবাইল নম্বরের মালিকের নাম ও ঠিকানা ভুয়া।

পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ বলেন, স্বাস্থ্য বিভাগের কয়েকজন চিকিৎসক এমন হুমকির কথা জানিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া