adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলার ১১ সাংসদ-বিধায়ক মহিলাঘটিত কেলেঙ্কারিতে অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি উন্নাও ধর্ষণের ঘটনায় এক বিধায়কের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। তবে উন্নাও প্রথম ঘটনা নয়। এর আগেও বিভিন্ন নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে এই ধরনের ঘটনায়। তবে সেই সংখ্যাটা ঠিক কত, সেটাই উঠে এল সাম্প্রতিক রিপোর্টে। আর সেই রিপোর্ট বলছে, এই অভিযুক্ত জনপ্রতিনিধিদের তালিকায় সবার আগে মআরাষ্ট্র আর দ্বিতীয় পশ্চিমবঙ্গ।

এধরনের অভিযোগে তালিকার শীর্ষে আছে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র। সেখানে অভিযুক্ত সাংসদ এবং বিধায়কদের সংখ্যা ১২। তারপরই আছে পশ্চিমবঙ্গ, সেখানে অভিযুক্তদের সংখ্যা ১১। আর দল হিসেবে সবথেকে উপরে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে তৃণমূল। তৃণমূলের মোট ছয় সাংসদ-বিধায়কের বিরুদ্ধে এধরনের অভিযোগ রয়েছে। এছাড়া দ্বিতীয় হিসেবে নাম রয়েছে শিব সেনার।

জানা গিয়েছে, বিধায়ক এবং সাংসদ মিলিয়ে দেশের ৪৮ জন নির্বাচিত প্রতিনিধিই অভিযুক্ত মহিলাদের হেনস্থার ঘটনায়। মহিলা সংক্রান্ত নানা ধরনের অপরাধে যুক্ত তাঁরা। অপরাধেতর তালিকায় রয়েছে, ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন নিগ্রহ বা অপহরণের মতো ঘটনাও। এই রিপোর্ট দিয়েছে, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র‌্যাটিক রিফর্মস বা এডিআর এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ বা এনইডব্লু।

এডিআর-এর নতুন রিপোর্টে দেখা যাচ্ছে, সারা দেশের সব রাজ্য মিলিয়ে বর্তমান নির্বাচিত জন প্রতিনিধিদের মধ্যে ৪৫ জন বিধায়ক এবং তিনজন সাংসদ এধরনের অভিযোগে অভিযুক্ত। তাঁদের মধ্যে ২৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অথচ গত পাঁচ বছরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের টিকিটে তাঁরা প্রার্থী হয়েছেন এবং জয়ীও জিতেছেন।

গত বছর গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির জি আহির জিতেছিলেন সেহরা কেন্দ্র থেকে। ২০১৪ সালে টিডিপি-র জি সূর্যনারায়ণ জিতেছিলেন ধর্মাভরম কেন্দ্র থেকে। ২০১৫ সালে আরজেডি-র গুলাব জিতেছিলেন ঝঞ্ঝাররপুর কেন্দ্র থেকে। এই তিন বিধায়কই ধর্ষণে অভিযুক্ত।

এছাড়াও রয়েছে, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই দুই রাজ্যেই অভিযুক্তদের সংখ্যা পাঁচজন। এডিআর-এর রিপোর্টে রাজনৈতিক দলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন এধরনের অভিযুক্ত নেতাদের টিকিট না দেন। ‌এছাড়া এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির পরামর্শও দিয়েছেন তাঁরা। -কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া