adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘দেশীয় উদ্যোক্তাদের সুবিধা দেয়া হবে এবারের বাজেটে ’

ডেস্ক রিপাের্ট : দেশীয় শিল্পের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এবং বিদেশ থেকে নিম্নমানের পণ্য আমদানি বন্ধ করতে এবারের বাজেটে দেশীয় শিল্প উদ্যোক্তাদের সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বুধবার এনবিআরের প্রধান কার্যালয়ে ইলেক্ট্রনিক্স ও ইলেকট্রিক্যালস, কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এই কথা বলেন।

এদেশে অনেকেই শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছে বলে মনে করেন এনবিআর প্রধান। দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে ব্যবসার এই খাতের উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি। বলেন, ‘এক্ষেত্রে রাজস্ব ছাড় দিয়ে হলেও উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমদানিমুখী প্রতিষ্ঠানগুলোকে এবারের বাজেটে হয়তো এতটা ছাড় দেয়া যাবে না। তবে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যাপারে করপোরেট করসহ অন্যান্য সুবিধা দেয়ার চিন্তা আছে।’

‘অনেকে বলছেন কর করপোরেট কমালে রাজস্ব কমে যাবে। তবে আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

দেশের বেকার সমস্যা সমাধানে দেশীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানিতেও দেশ এগিয়ে যাবে বলে মনে করেন এই রাজস্ব কর্মকর্তা। এক্ষেত্রে দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়ার বিকল্প তিনি দেখছেন না।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশীয় শিল্প উদ্যোক্তাদের সুবিধা দিয়ে এবারের বাজেট হবে। যারা বিদেশ থেকে নিম্নমানের পণ্য এনে বাজার সয়লাব করে-তা বন্ধ করা দরকার। তবে পুরোপুরি আমদানি বন্ধ করা যাবে না। আমরা দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে চাই।’

গতকাল মঙ্গলবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের সুপারিশ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, ‘চলতি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।’

সিপিডির পক্ষ থেকে দেবপ্রিয়র এমন পূর্বাভাসের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এতটা হয়ত ঘাটতি হবে না। এখনো তিন মাস সময় আছে। সাধারণত রাজস্ব আদায়ের ক্ষেত্রে দেখা গেছে শেষ সময় আদায় বেশি হয়। সে হিসেবে এ সময় রাজস্ব আদায় বাড়বে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া