adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ফিরোজার সামনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এটি ডিপ্লোমেটিক এরিয়া। সেখান থেকে কেন পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হয়েছে আমার জানা নেই।

শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন ধরে এএসআই জাফরের নেতৃত্বে তিনজন কনস্টেবলসহ মোট চারজন পুলিশ সদস্য সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। আজ বেলা সাড়ে তিনটার দিকে তাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কর্তার ইচ্ছায় সবকিছু হবে। সরকার যা চায় তাই হচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়ে লাভ নেই। আমি বিষয়টি এখনও জানি না।’

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। বর্তমানে খালেদা জিয়া সেখানেই বন্দি রয়েছেন।

গত ১২ মার্চ খালেদার চার মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্ট। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ১৯ মার্চ আপিল বিভাগ ৮ মে পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া