adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এরশাদ যা বলছেন সেটাই শেষ কথা নয় -কাজী ফিরোজ রশীদ

ডেস্ক রিপাের্ট : নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যা বলছেন সেটাই শেষ কথা নয় বলে মনে করেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি। তিনি বলেন, ‘জাতীয় পার্টিও (জাপা) এখন যা বলছে তা কিন্তু শেষ কথা না। দলকে (জাপা) নানা রকম সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে এবং নির্বাচনের আগ মুহুর্তে চরম সিদ্ধান্তে যেতে হবে।’

সোমবার রাতে বেসরকারি এসএ টেলিভিশনে লেট এডিশন নামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘ভোট এবং জোট’ শীর্ষক অনুষ্ঠানটির উপস্থাপনা করেন রিয়াদ আহসান। অনুষ্ঠানে ফিরোজ রশীদ ছাড়াও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আওয়ামী লীগের এমপি মো. তাজুল ইসলাম।

সম্প্রতি জাপাকে ৭০টি আসন এবং ১২টি মন্ত্রণালয় না দিলে আলাদা নির্বাচন করার কথা বলেছেন দলটির চেয়ারম্যান এরশাদ। যদিও আওয়ামী লীগ তা খুব গুরুত্ব দিচ্ছে না- উপস্থাপক বিষয়টি কাজী ফিরোজ রশীদের দৃষ্টি আকর্ষণ করেন।

ফিরোজ রশীদ বলেন, ‘২০১৪ সালে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। না হলে নির্বাচন হতো না। সে কারণে এবার তিনি (এরশাদ) বলেছেন, একেকজনকে ডেকে নিয়ে মন্ত্রণালয় দেবে, সেটা হবে না। তিনি একটা তালিকা দেবেন। ১২টি মন্ত্রণালয় এবং ৭০টি আসন চাইবেন বলেছেন। এটা তার (এরশাদ) রাজনৈতিক বক্তব্য। এতে আওয়ামী লীগ দাম দিলো কি দিলো না সেটা বিষয় না। এটা তিনি জনগণের জন্যই বলেছেন।’

তার মতে, জাতীয় পার্টি যা বোঝার বুঝে গেছে। ভোটের আগে জোট বাঁধা বাংলাদেশে নিয়মে পরিণত হয়েছে। আগে এটা ভারতে ছিলো। গোটা ভারতে দুটি জোট মূলত নির্বাচন করে। আর ছোট ছোট যা থাকে তা সেভাবে প্রভাব ফেলতে পারে না। আর সেখানে দেখা যায় একেক প্রদেশে একেক জোট ক্ষমতায় আসে।

জাপার এই সংসদ সদস্য বলেন, ‘এখানে নির্বাচনে জোটের গুরুত্ব অনেক। জামায়াতের নিবন্ধন আছে কি নেই জানি না। এখন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দল মাঠে আছে। এরা যদি একটা জোট বাঁধে তাহলে কি অবস্থা হতে পারে এটা জনগণকে বোঝাতে হবে। সেটাই তিনি (এরশাদ) বোঝাতে চেয়েছেন।’

বিএনপি যেভাবে বলছে সেভাবে সরকার নির্বাচন দেবে, এটা সম্ভব না বলেও মন্তব্য করেন ফিরোজ রশীদ। বলেন, ‘সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে বিএনপির নির্বাচনে আসার পথটা সুগম হয়।’

তার মতে, আওয়ামী লীগ বলছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে। আর বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে। খালেদা জিয়া জেলে থাকাবস্থায় এবং তারেক রহমানের সাজা হওয়ার কারণে তারা নির্বাচনে অংশ নিতে না পারলে বিএনপি নির্বাচনে যাবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় মনে হয় এখনো বিএনপির আসেনি। সেটা আরো পরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে।

‘আর জাতীয় পার্টিও এখন যা বলছে সেটাই শেষ কথা না। তাকেও নানা রকম সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে। এবং নির্বাচনের আগ মুহুর্তে চরম সিদ্ধান্তে যেতে হবে।’-বলেন ফিরোজ রশীদ।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে এরশাদ কি করেছেন- দর্শকের এক প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘বিশেষ দূত হয়ে তিনি কিছু করতে পারেননি। একবার বিদেশও যেতে পারেননি। ঘরেই থাকেন। মাঝে মাঝে যান চেকআপ করাতে। এই সপ্তাহে হয়তো আবার সিঙ্গাপুর যাবেন। কিন্তু তিনি নিজেও জানেন না তার কাজটা কি। আমরা প্রশ্ন করেছিলাম, স্যার আপনি তো বিশেষ দূত আপনি কি কি করলেন? নিজেই বলেছেন, আমার কি কাজ, কি কি করতে হবে তা আমি নিজেই জানি না।

বিএনপি জোটেও কি জাতীয় পার্টির মত আলোচনা আছে বা নির্বাচনকে কেন্দ্র করে জোট সম্প্রসারণের চিন্তা আছে কি না- শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাওয়া হয়।

জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘এটা যদি নির্বাচনের বছর হয়ে থাকে, নির্বাচন করার মতো পরিবেশ থাকে, তাহলে জোটগত মেরুকরণটা একরকম হবে। এখন যেটা আছে সেটা অন্যরকম হবে। এরশাদ গত এক মাসের বক্তব্যে কখনো বলেছেন, তিনশো আসনে প্রার্থী দেবেন এবং সরকার গঠন করবেন। আবার বলছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। আবার তিনি বলছেন, ৭০টি আসন এবং ১২টি মন্ত্রণালয় দেন তাহলে তিনি তাদের সঙ্গে জোট করবেন। আমার মনে হয় তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেননি যে কি করবেন।’

দুদু বলেন, ‘যদি সংসদ ভেঙে দেওয়া হয় এবং নির্দলীয় নির্বাচন হয়, তাহলে এরশাদের ওইদিকে (১৪ দল) যাওয়ার কোনো সুযোগ বা কারণ নেই। এরশাদ নিজেই বলেছেন, সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে। তখন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা জোটে থাকবেন কি না সেটা সন্দেহ আছে। তাই যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে ১৪দলের মেরুকরণটা হবে অন্যরকম। আর যদি শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করেন তাহলে সেটা অন্যরকমের হবে। সেক্ষেত্রে ফ্যাক্টর (বিষয়) কিন্তু বিএনপি। সেটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের জন্য। যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে একরকম আর না আসলে অন্যরকম হবে।’

বিএনপির নির্বাচনে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘আমরা তো নির্বাচন করতে চাই। শেখ হাসিনা যেভাবে ৭০টি আসন, ১২টি মন্ত্রণালয় দিয়ে মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছেন তাহলে নির্বাচন করে লাভ কি? আমরা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সভা-সমাবেশ করতে চাই। প্রধানমন্ত্রী সারাদেশে সমাবেশ করছেন, এরশাদ সাহেব করছেন। বিএনপি করতে চাইলে বলা হয় পুলিশ যদি না দেয় তাহলে কিছু করার নেই। পুলিশ কারা, পুলিশের মন্ত্রী কে? সব তো আওয়ামী লীগের। তাই এদের অধীনে নির্বাচন হলে কি হবে সেটা তো এখনই বলে দেয়া যায়।’

‘আর এরশাদ সবসময় সরকারের পক্ষে থাকতে পছন্দ করেন। তিনি আজন্ম সেটাই করেছেন। তাই আর কিছুদিন অপেক্ষা করেন। তিন মাসের মধ্যেই সবকিছু স্পষ্ট হবে’-বলেন দুদু।

টক শোতে তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনে যেতে বিএনপিকে নিষেধ করা হয়নি। তারা একেক সময় একেক কথা বলে। লেভেল প্লেয়িং ফিল্ড করার কথা বলছেন। ক্ষমতায় আওয়ামী লীগ তাই তাদের সরকার চলবে। কিন্তু এখন ক্ষমতায় তো (বিএনপিকে) ভাগ দেয়া তো সম্ভব না। আর নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড করার বিষয় থাকলে তখন বলবেন। কিন্তু সভা সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। অনেক সংস্থা আছে যারা নানা ধরণের তথ্য সংগ্রহ করে থাকে। তাদের (বিএনপি) অনুমতি দেয়া হয়েছিল কিন্তু তিক্ত অভিজ্ঞতা আছে। এখন শুধু সভা সমাবেশ করে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা সম্ভব না। এখন আরও অনেক অপশন আছে। দেখবেন এখন ক্ষমতাসীন দলও আগের মতো সমাবেশ করছে না।’

জোটের বিষয়ে তাজুল বলেন, ‘জোটবদ্ধ হয়ে নির্বাচন বাংলাদেশে নতুন কিছু নয়। অন্যান্য গণতান্ত্রিক দেশেও এমন জোটবদ্ধ নির্বাচন হয়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া