adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শিল্পে গ্যাস সংযোগ আগামী মাসে’

নিজস্ব প্রতিবেদক : আমদানিকৃত এলএনজি গ্যাসের মাধ্যমে আগামী মাস থেকে শিল্প কারখানায় নতুন সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আবাসিক গ্রাহকদেরও এই সংযোগ প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী।

সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ে আজিম গ্রুপের গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা জানান।

তিনি আরও জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে কাতার থেকে আমদানিকৃত তরল গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ বাংলাদেশে এসে পৌঁছাবে। এতে করে প্রতিদিন ৫ কোটি ঘনফুট এলএনজি মূল গ্রিডে যুক্ত হবে। এলএনজি বহনকারী জাহাজ এসে পৌঁছানের পরই আগামী মে মাস থেকে শিল্প কারখানার আবেদনকৃত নতুন সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে আবাসিক সংযোগ দেওয়ারও প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।

এর আগে তিনি আজিম গ্রুপের নবনির্মিত কারখানাটির ভবন উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুল আজিম ও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির এমডি মাসুম আল বিরুনীসহ আমন্ত্রিত অতিথিরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া