adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে তিনি যুক্তরাজ্যের লন্ডন যাবেন।

রােববার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৪৯ ফ্লাইটে সৌদি আরবের দাম্মাদের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সৌদি সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

দাম্মাম পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এবং সৌদি সরকারের প্রতিনিধিরা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে শেরাটন দাম্মাম হোটেলে নেওয়া হবে। সেখানে রাতে থাকবেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে স্থানীয় সময় ১টায় ‘গালফ শিল্ড-১’ (Gulf Shield-1) যৌথ সামরিক মহড়ার সমাপনীতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গত ১৮ মার্চ শুরু হওয়া গালফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশসহ ২৩টি দেশ অংশ নিয়েছে। এদিন স্থানীয় সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রী বিশেষ ফ্লাইটে করে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন।

লন্ডনের লুটন বিমানবন্দরে অবতরণের পর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরকালীন তার আবাসস্থল হোটেল ক্ল্যারিজে (Claridge) যাবেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ ওমেন ফোরামের ‘Educate to Empower Making equitable and quality primary education and secondary education a reality for girls across the commonwealth’ বিষয়ক পর্বে অংশগ্রহণ করবেন। স্থানীয় সময় বিকাল ৪টায় Overseas Development Institue আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় লন্ডনের লর্ড মেয়র আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

বুধবার (১৮ এপ্রিল) এশিয়ার নেতাদের গোল টেবিল বৈঠক ‘Can Asia Keep growing’ অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাতে স্কাই গার্ডেনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে আয়োজিত অভ্যর্থনা ও নৈশভোজে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে কমনওয়েলথ সরকার প্রধানদের সভার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১১টায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড আয়োজিত অফিসিয়াল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় এক্সিকিউটিভ সেশন-১-এ অংশ নেবেন। এরপর সোয়া ১টায় কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড আয়োজিত অভ্যর্থনায় অংশগ্রহণ করবেন। বেলা আড়াইটার দিকে এক্সিকিউটিভ সেশন-২ এবং সোয়া ৪টায় এক্সিকিউটিভ সেশন-৩-এ অংশ নেবেন। রাতে সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রানি আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপর পর্যন্ত রিট্রিট সেশন ১, ২ ও ৩-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৩টায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া অভ্যর্থনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় সরকার প্রধানদের সম্মানে রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত অভ্যর্থনায় যোগ দেবেন তিনি। ব্রিটেনের রানির জন্মদিন উপলক্ষ্যে রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত কনসার্টেও যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে ২২ এপ্রিল লন্ডন সময় বিকেল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ২৩ এপ্রিল সকাল সোয়া ৯টায় তার দেশে পৌঁছানোর কথা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া