adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে তারেক রহমান ও রিজভীর শোক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শোক বার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ফাতেমা আমিন এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। একজন আদর্শস্থানীয় মাতা হিসেবে তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সকল সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। একজন রাজনীতিবিদের স্ত্রী এবং রাজনীতিবিদ সন্তানের মা হিসেবে তাঁর কর্তব্য ও ভূমিকা স্থানীয় জনসাধারণ ও পরিচিতজনদেরকে অভিভুত করতো। পরিবারের হাল ধরার পাশাপাশি তিনি সমাজসেবার নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও তিনি ছিলেন উদারহস্ত। মাতা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তাঁর সন্তানদেরকে চিরদিন অনুপ্রাণিত করবে।

রিজভী বলেন, মহাসচিব এর মা ফাতিমা আমীন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমীন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বিএনপির চেয়ারপাসর্নের প্রেস ইউং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মির্জা ফখরুলের মা ফাতিমা আমীন বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মির্জা ফখরুলের মায়ের জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে পরে জানানো হবে।

মৃত্যুকালে ফাতেমা আমীন ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মির্জা ফখরুল সন্তানদের মধ্যে দ্বিতীয় ও ছেলেদের মধ্যে বড়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া