adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার : অভিনয়ে সেরা চঞ্চল-তিশা ও কুসুম শিকদার

বিনােদন ডেস্ক : প্রকাশ হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ এর চূড়ান্ত তালিকা। বৃহস্পতিবার তথ্যমন্ত্রণালয়ের এক গেজেটে জানা গেছে কাদের ঝুলিতে গেছে পুরস্কার।

এবার মোট ২৬টি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। একাধিক বিভাগে যৌথভাবে স্বীকৃতি গেছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার।

এবার সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার পাচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’। নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ৪টি, তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ও যৌথ প্রযোজনায় নির্মিত গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ পেয়েছে ৩টি করে পুরস্কার।

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ :

আজীবন সম্মাননা : যৌথভাবে ফরিদা আক্তার (ববিতা) ও আকবর হোসেন পাঠান (ফারুক)।

শ্রেষ্ঠ চলচ্চিত্র : অজ্ঞাতনামা (প্রযোজক ফরিদুর রেজা সাগর)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ঘ্রাণ (প্রযোজক এস এম কামরুল আহসান)।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : জন্মসাথী (প্রযোজক একাত্তর মিডিয়া লিমিটেড ও মুক্তিযুদ্ধ জাদুঘর)।

শ্রেষ্ঠ পরিচালক : অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র : চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র : যৌথভাবে তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)।

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা : যৌথভাবে আলীরাজ (পুড়ে যায় মন) ও ফজলুর রহমান বাবু (মেয়েটি এখন কোথায় যাবে)।

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী : তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ)।

শ্রেষ্ঠ খল অভিনেতা : শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)।

শ্রেষ্ঠ শিশুশিল্পী : আনুম রহমান খান সাঁঝবাতি (শঙ্খচিল)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক : ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)।

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : মো. হাবিব (নিয়তি)।

শ্রেষ্ঠ গায়ক : ওয়াকিল আহমেদ (দর্পণ বিসর্জন, গান : অমৃত মেঘের বারি)।

শ্রেষ্ঠ গায়িকা : মেহের আফরোজ শাওন, (কৃষ্ণপক্ষ, গান : যদি মন কাঁদে)।

শ্রেষ্ঠ গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার (মেয়েটি এখন কোথায় যাবে, গান : বিধিরে ও বিধি)।

শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে, গান : বিধিরে ও বিধি)।

শ্রেষ্ঠ কাহিনিকার : তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)।

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : অনম বিশ্বাস ও গাউসুল আলম (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ সম্পাদক : ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ শিল্পনির্দেশক : উত্তম গুহ (শঙ্খচিল)।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : রাশেদ জামান (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : যৌথভাবে সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ মেকাপম্যান : মানিক (আন্ডার কনস্ট্রাকশন)।

শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া