adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওমর সানী বললেন – ধর্ষণ নিয়ে কোনো হাস্যরসের গল্প হতে পারে না

বিনােদন ডেস্ক : ‘যেখানে ধর্ষণ নিয়ে সারা বিশ্বের মানুষ সোচ্চার, আমাদের সামজের নারী-পুরুষ সবাই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমন সমাজে একটি টিভি অনুষ্ঠানে ধর্ষণকে কেন্দ্র করে কোনো হাস্যরসের গল্প হতে পারে না। চলচ্চিত্র যদি মানুষের বিবেক হয়ে থাকে, তাহলে আমরা শিল্পীরা বিবেকের বাহক। আর আমরা শিল্পীরা যখন এই বিষয়টিকে হাস্যরসের উপাদান হিসেবে ব্যবহার করি, তা হলে সেটি ধর্ষকদের উৎসাহ দেয়া হয়।’ এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। এ ক্ষোভের পেছনে কি কারণ তা নিশ্চয় পাঠক বুঝতে পেরেছেন।

সম্প্রতি ‘এবং পূর্ণিমা’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে নায়িকা পূর্ণিমা ‘পর্দায় কতবার ধর্ষণ করেছেন’, ‘কার সঙ্গে ধর্ষণ সিনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন’ এ ধরণের প্রশ্ন করেন অভিনেতা মিশা সওদাগরকে। প্রশ্নের উত্তরও স্বতঃস্ফূর্তভাবে দেন মিশা। তখন থেকে ধর্ষণের মতো একটা বিষয়কে নিয়ে হাস্যরস করায় নায়িকা পূর্ণিমা ও অভিনেতা মিশার সমালোচনার মুখে রয়েছে। প্রতিবাদ করেছেন সচেতন মহল। এ নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়। এ বিষয়ে বুধবার একটি বেসরকারি টিভির সঙ্গে কথা বলেন নায়ক ওমর সানী।

ওমর সানী বলেন, ‘আমি পূর্ণিমাকে বলতে চাই, একটি টিভি চ্যানেল তার কাটতি বাড়ানোর জন্য চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠান করে, আমার সেই তারকাদের দিয়ে যা ইচ্ছে তাই বলাতে পারেন, তা জানতাম না। আমরা মানুষ হিসেবে তো বিবেক-বুদ্ধি আছে, আর যদি থেকেই থাকে, তাহলে কেন এমন কথা বলব যার জন্য সমাজে খারাপ প্রভাব পড়বে? আর খুন-ধর্ষণ নিয়ে কোনো হাস্যরসের বিষয় হতে পারে না, বিশেষ করে একটি টিভি অনুষ্ঠানে, তাও আবার দেশের নামকরা শিল্পীদের মুখে। আমি আসলে হতবাক।’

মিশা সওদাগরকে নিয়ে সানী বলেন, ‘মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। সেই হিসেবে আমরা যাঁরা চলচ্চিত্র শিল্পী, তাঁদের নেতা তিনি। সেই নেতা যখন কথা বলেন, তার গুরুত্ব অবশ্যই বেশি, তা ছাড়া মিশা সব সময় নিজেকে শিক্ষিত ছেলে দাবি করেন। এই যদি হয় শিক্ষার নমুনা, তা হলে আমি আমাদের সন্তানদের বলব, এমন শিক্ষায় তুমি শিক্ষিত হবে না। মিশা আমার ও মৌসুমীর অনেক ভালো বন্ধু, কিন্তু সারা দেশে মানুষের সামনে এ কী বন্ধুত্ব দেখাল? পূর্ণিমা যদি প্রশ্নটা করেই থাকে, তা হলে বলাই যেত, এটা কোনো প্রশ্ন হতে পারে না। আমি এ ধরনের প্রশ্নের উত্তর দিতে রাজি নই। তা না করে বিষয়টি কী হলো? মৌসুমী বলেছে এভাবে নয়, এভাবে করো আবার এই কথাগুলো নিয়ে হাসাহাসি, তার মানে কী? একটা টিভি চাইলেই আমাদের দিয়ে যা ইচ্ছে তাই বলাতে পারে, বিষয়টি লজ্জাজনক।’

ওমর সানী আরও বলেন, ‘সব শেষে আমি টিভি চ্যানেলকে বলব, আপনাদেরও দায় আছে, এমন প্রশ্ন কেন আপনাদের স্ক্রিপ্টে থাকতে হবে? এমন কথা বলিয়ে আপনারা কী বোঝাতে চান দর্শকদের? আমি এর প্রতিবাদ করছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া