adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে ৪৯২ রানে হারিয়ে দ. আফ্রিকার নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। ৪ টেস্টের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে তারা। এর মধ্য দিয়ে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোন টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা।

রানের হিসেবে এটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জয় এবং টেস্ট ইতিহাসের চতুর্থ বৃহত্তম জয়। এর আগে জোহানেসবার্গেই ২০০৭ সালে নিউজিল্যান্ডকে ৩৫৮ রানে হারিয়েছিল তারা। আর অস্ট্রেলিয়ার জন্য দ্বিতীয় বড় ব্যবধানের হার। তাদের সবচেয়ে বড় হার ইংল্যান্ডের বিপক্ষে, ৬৭৫ রানের, ১৯২৮ সালে। যেটি টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হারও। এদিন চতুর্থ ইনিংসে ৬১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারনন ফিল্যান্ডারের তোপের মুখে ১১৯ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ফিল্যান্ডার। আর সিরিজ সেরা হয়েছেন কাগিসো রাবাদা।

নানা ঘটনায় সিরিজটি শুরু থেকেই আলোচিত ছিল। তবে সব আলোচনা ছাড়িয়ে যায় কেপ টাউনে অস্ট্রেলিয়ানদের বল ট্যাম্পারিংয়ের ঘটনায়। যা বিপুল আলোড়ন তোলে ক্রিকেট বিশ্বে। অস্ট্রেলিয়া প্রবেশ করে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ে। প্রথম তিন টেস্টে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ানদের সিরিজে সমতা ফিরতে ওয়ান্ডারার্স টেস্টে জয়ের কোন বিকল্প ছিল না। কিন্তু বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে বিধ্বস্ত টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল চতুর্থ টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে অসহায় আত্মসমর্পণ করল।

চতুর্থ দিনের ৩ উইকেটে ৮৮ রানের পুঁজি নিয়ে এদিন মাঠে নামে অজিরা। কিন্তু স্বাগতিক বোলারদের তোপের মুখে এদিন মাত্র ৩১ রান যোগ করতেই অবশিষ্ট ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এ ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন জো ব্রুন্স। পিটার হ্যান্ডসকম্ব করেছেন ২৪ রান। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে যেতে পারেননি। ২১ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া বধে নেতৃত্ব দিয়েছেন ফিল্যান্ডার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া