adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘বহুটেম্পারিং ধরেও কিছু করতে পারিনি’

স্পোর্টস ডেস্ক : ১৯৮৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তার ক্যারিয়ারে বহুবার হাতেনাতে বল টেম্পারিং ধরেছেন। কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল না বলে শাস্তি দিতে পারেননি। ক্রিকেট মাঠে বল টেম্পারিং নিয়ে এমন তথ্য দিয়েছেন আইসিসির সাবেক আম্পায়ার জন হোল্ডার।

দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিং ধরা পড়ার পর এ নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে। কিন্তু সাবেক ইংলিশ আম্পায়ার জন হোল্ডার বলেছেন, তার ১৩ বছরের ক্যারিয়ারে মাঠে হরহামেশাই এই প্রতারণা প্রত্যক্ষ করেছেন। বহুবার বল টেম্পারিং হাতেনাতে ধরেছেন। কিন্তু শাস্তির বিধান না থাকায় কিছু করতে পারেননি।

১৯৯১ সালে লন্ডনের ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ইংলিশ ক্রিকেটারদের বল টেম্পারিং নিয়ে তিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন। কিন্তু কিছু হয়নি। তিনি জানান, ওভারের শেষ বল গেল উইকেটকিপার অ্যালেক স্টুয়ার্টের কাছে। আমি বলটা তার কাছ থেকে নিয়ে নিলাম। দেখলাম বুড়ো আঙ্গুলের নখ দিয়ে বলটাকে আঁচড়ানো হয়েছে। প্রচ- রেগে গিয়েছিলাম আমি। বুঝতে পারছিলাম পুরোপুরি প্রতারণা করা হচ্ছে।’

সাথে সাথে ইংল্যান্ডের অধিনায়ক গ্রায়াম গুচকে ডেকে তিনি বলেন, ‘বলে এত আঁচড় কেন একটু বুঝিয়ে বলবেন?’ কাঁধ উঁচিয়ে তাচ্ছিল্যের সাথে গুচ জবাব দিয়েছিলেন- ‘বলতে পারবো না।’

কী ব্যবস্থা নিয়েছিলেন তিনি তারপর? এই প্রশ্নে হোল্ডার বলেন, ‘বলে আঁচড়ের জন্য তখন কোনো শাস্তির বিধান ছিলো না। আমরা শুধু বলটা বদলে দিতে পারতাম।’

ক্রুদ্ধ হোল্ডার শুধু বল বদলেই অবশ্য ক্ষান্ত হননি, তার ম্যাচ রিপোর্টে বিশেষ গুরুত্ব দিয়ে ইংল্যান্ড দলের বল টেম্পারিং নিয়ে লিখেছিলেন। কিন্তু ঘটনা সেখানেই চাপা পড়ে যায়। এ ব্যাপারে তিনি বলেন, কর্মকর্তাদের জানালেও ধামাচাপা দেওয়ার প্রবণতা ছিল।

উদাহরণ স্বরূপ একটি ঘটনার উল্লেখ করে সাবেক এই আম্পায়ার জানান, ‘১৯৯২ সালে পাকিস্তান সিরিজের আগে ধারাভাষ্যকার জ্যাক ব্যানিস্টার একটি বই লিখেছিলেন। তিনি ওভালের মাঠে ওই বল টেম্পারিংয়ের কথা লিখেছিলেন। ইংলিশ ক্রিকেটে বোর্ডের লোকজন তখন প্রতিবাদে মুখর হয়ে পড়ে। একজন কর্মকর্তা তখন বিবৃতি দিয়েছিলেন- কোনো বল টেম্পারিং হয়নি। পরিষ্কার ধামাচাপা দেয়া হয়েছিল।’

এছাড়া ১৯৮৯ সালে পাকিস্তানে ভারতের সাথে টেস্ট সিরিজে প্রথমবারের মত নিরপেক্ষ আম্পায়ার হিসাবে গিয়েছিলেন জন হোল্ডার। সাথে ছিলেন আরেক ইংলিশ আম্পায়ার জন হ্যাম্পশায়ার।

চারটি টেস্ট ম্যাচের ওই সিরিজের প্রতিটি ম্যাচে ইচ্ছা করে আঁচড় দিয়ে বল বিকৃত করার ঘটনা ঘটেছিলো জানিয়ে হোল্ডার বলেন, ‘এক পর্যায়ে আমি এবং জন হ্যাম্পশায়ার দুই দলের ইমরান এবং শ্রীকান্ত (সে সময়ে পাকিস্তান ও ভারতের দুই অধিনায়ক) এবং দুই দলের ম্যানেজার ইন্তেখাব (আলম) এবং চান্দু বোর্দেকে নিয়ে বসে বললাম- এগুলো কী হচ্ছে, এভাবে বল আঁচড়ানো অবৈধ। কিছুই করতে পারিনি ’

চোখের সামনে বড় বড় ক্রিকেটারদের কাছ থেকে এরকম অনৈতিক আচরণ দেখে প্রচ- বিরক্ত হতেন জানিয়ে হোল্ডার বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট নিয়ে একটা ভ্রান্ত ইমজে তৈরি করা হয়েছে যে ক্রিকেটে ভদ্রলোকের খেলা। বাজে কথা।’

বরঞ্চ তিনি বিশ্বাস করেন- ক্রিকেটে যত টাকা আসছে, জেতার জন্য যত চাপ বাড়ছে, ক্রিকেটাররা তত বেশি অনৈতিক পথ নিচ্ছে। সূত্র: বিবিসি বাংলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া