adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি প্রিমিয়ার লিগে আশরাফুলের চতুর্থ সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক : চলতি প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়া চক্রের সাফল্যের ধার কম থাকলেও আশরাফুল খুবই উজ্জল। কলা বাগান সুপার সিক্সে খেলতে না পারলেও রেলিগেশন লিগ পর্বে খেলছে। গ্রুপ পর্বের মতো এখানে এসেও দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ আশরাফুল ঠিকই তার ঝলক দেখিয়ে যাচ্ছেন। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে আশরাফুল তুলে নিয়েছেন চলতি আসরের চতুর্থ সেঞ্চুরি।

এবছরই জাতীয় দলে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ডানহাতি ব্যাটসম্যান আশরাফুলের জন্য। তাই এবারের লিগটি নিজেকে প্রমাণ করার বড় সুযোগ তার জন্য। ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে থাকলেও দলগত পারফম্যান্স পিছিয়েই দিচ্ছে তাকে। আগের তিন সেঞ্চুরির মাত্র এক ম্যাচেই জিতেছে তার দল। সাভারে বিকেএসপিএর ৪ নম্বর মাঠে এদিন আশরাফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে কলাবাগান।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলাবাগান। তবে মাত্র ১৩.১ ওভারে ৩৬ রানে ৩ উইকেট হারায় দলটি। এরপর চতুর্থ উইকেটে তাইবুরকে নিয়ে দলের হাল ধরেন আশরাফুল। ১৬৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮২ রানে ফিরে যান তাইবুর। আশরাফুল অবশ্য অন্য প্রান্ত ধরে ছিলেন। ২০৯ রানে পঞ্চম উইকেট পতনের পর রিয়াজুল হুদার সাথে দলকে ২৪৬ রানে সংগ্রহ এনে দেন। ১৩৭ বলে ৮টি চার ও ২টি ছয়ে ১০৩ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

অগ্রণী ব্যাংকের সৌম্য ২টি, এবং শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক ১টি করে উইকেট পেয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া