adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খালেদার পরিবার ব্যাংকের ৯৮০ কোটি টাকা মেরে দিয়েছে’

ডেস্ক রিপাের্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বজনরা ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আর ফেরত দিচ্ছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, তাদের (খালেদা পরিবার) সম্পদের অভাব নেই, তারপরও তারা মানুষের সম্পদ লুটপাট করে।

২৯ মার্চ বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর এটি তার পঞ্চম জনসভা।

গত কয়েক বছর ধরেই ব্যাংক থেকে টাকা নিয়ে তা মেরে দেয়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। বিএনপি ক্ষমতায় থাকতে সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই সন্তান এবং ভাই ইস্কান্দর মির্জাও ব্যাংক থেকে টাকা নিয়ে তা ফেরত দেননি।

এ নিয়ে মামলাও চলছে। তবে এই বিষয়টি গণমাধ্যমে সেভাবে উঠে আসেনি। প্রধানমন্ত্রী তার জনসভায় খালেদা পরিবারের ‘দুর্নীতি’, ‘লুটপাটের’ কথা তুলে ধরতে গিয়ে কথাটি জানান।

বিএনপি ‘লুটপাটেই ব্যস্ত, তারা তো দুর্নীতিতেই ব্যস্ত’ এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘তার (খালেদা জিয়া) ছেলেরা ৯৮০ কোটি ২০ লক্ষ টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। একটা টাকাও এখন পর্যন্ত তারা ফেরত দেয় নাই, ফেরত দেয় না। অথচ তাদের তো সম্পদের অভাব নাই। প্রচুর সম্পদ বানিয়েছে দেশে বিদেশে।’

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেশে অর্থপাচারের ঘটনাটি ধরা পড়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া ও তার ছেলেরা অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এ কথা আমি বলছি না তা, আমেরিকার গোয়েন্দা সংস্থা তা বের করেছে।’

‘আমেরিকার কোর্টের রায়ে বেরিয়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে তার ছেলেদের টাকা লুটপাট। সেখান থেকে টাকা আমরা ফেরত পর্যন্ত এনেছি। আমরা জনগণের কাজে সেই টাকা লাগাচ্ছি।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে টাকা এসেছে এতিমখানা বানানোর জন্য। আপনারাই বিবেচনা করুন, ৯১ সালে সে টাকা এসেছে। একটা টাকাও এতিমের হাতে তুলে দেয় নাই। সব টাকা নিজের মধ্যে রেখে দিয়েছে, সব টাকা আত্মসাৎ করেছে।’

‘মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। কোর্ট রায় দিয়েছে। এতিমের টাকা লুটেপুটে খেলে এটা তো কোরআন শরিফের কথা, এই এতিমের হক না দিলে পরে তার জন্য আল্লাহই শাস্তির বিধান করে দিয়েছে।’

‘এতিমখানার নামে টাকা এসেছে, একটা টাকাও এতিমদের দেয় নাই। কোর্ট রায় দিয়েছে, আজকে সাজাপ্রাপ্ত। তার জন্য আবার আন্দোলন করতে চায়। যে এতিমের টাকা চুরি করে, তার জন্যে আবার আন্দোলন কিসের?’

বিএনপি সরকারের সারের দাবিতে আন্দোলন করা ১৭ জন কৃষককে গুলি করে হত্যার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে এই ঘটনাটি ঘটেছিল।

তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর সার ব্যবস্থাপনায় নতুন পদ্ধতি চালু করে। ফরে আর সংকট তৈরি হয়নি। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন কৃষককে সারের পেছনে ছুটতে হয় না। কৃষকের ঘরে ঘরে পৌঁছে যায় সার।

বিএনপি সরকারের আমলে বিদ্যুতের জন্য হাহাকারের বিষয়টিও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান প্রতিমন্ত্রী থাকাকালে ঠাকুরগাঁও লাগোয়া সৈয়দপুর বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর বন্ধ করে দেয়া, বিমানের আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরেন আওয়ামী লীগ প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, বিএনপি আসলে হয় না। এর কারণটা আর কিছুই না। যার সঙ্গে ওই যুদ্ধাপরাধী, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের উন্নতি চায় নাই, যারা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে চায় নাই, যারা মানুষকে গরিব করে রাখতে চেয়েছে, তারা এ দেশের উন্নয়ন করতে পারে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া