adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার কোচের পদ ছাড়লেন লেহম্যান

স্পাের্টস ডেস্ক : বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ অধিনায়ক ডেভিড অর্নার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার পদত্যাগ করলেন দলটির প্রধান কোচ ৪৮ বছর বয়সী ড্যারেন লেহম্যান। বৃহস্পতিবার বিকেলে তিনি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। তবে শেষবারের মতো তিনি আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া দলকে তত্ত্বাবধান করবেন।

২০১৯ সালের অ্যাশেজ সিরিজ পর্যন্ত লেহম্যানের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তির মেয়াদ। কেপটাউনে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায় বল টেম্পারিংয়ে ঝড় ওঠার পর তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। লেহম্যানের এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে তার পরিবারও। বল টেম্পারিংয়ের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে কোচ দোষী সাব্যস্ত হননি। কিন্তু বিশ্বজুড়ে সমালোচনা আর খেলোয়াড়দের শাস্তির বিষয়টি তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে তিনি এর পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন।

লেহম্যান বলেন, যারা ড্রেসিং রুমে বসে থাকে তারা জানে প্রিয়জনের কাছে যাওয়ার পথ কতদূর। আসলে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। তবে খেলোয়াড়দের কাছে আমার বিদায় বলাটা হবে সবচেয়ে কঠিন কাজ। যেটা আমাকে করতে হবে। গেল কয়েকদিন ধরে বল টেম্পারিং নিয়ে যা হচ্ছে সেটার পর আপনারা হয়তো বলবেন চালিয়ে যেতে, কিন্তু এতো কটুক্তি আমাকে সিদ্ধান্তের পথ বাতলে দিয়েছে। আমি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পদস্ত কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। পদত্যাগের বিষয়টি আমার ব্যক্তিগত। -বিসিবি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া