adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমেরকা বহু চেষ্টা করেও ইরানকে মোকাবিলায় আমেরিকা ব্যর্থ’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিগত বছরে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, মার্কিনীরা গত কয়েক মাস ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাসের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

রুহানি নতুন ফার্সি বছর ১৩৯৭’র প্রথম সরকারি কার্যদিবসে মন্ত্রিপরিষদের সদস্যসহ পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ বারবার পাশ্চাত্যের সাথে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি ইরানের অটল থাকার কথা ঘোষণা করার কারণে এ সমঝোতা ভণ্ডুল করার মার্কিন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ ও জনমত তার দেশের পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে যা ছিল তার সরকারের পররাষ্ট্রনীতির বড় ধরনের সাফল্য। প্রতিবেশি দেশগুলোর সাথে বিগত ফার্সি বছরে ইরানের সম্পর্ক ভালো ছিল উল্লেখ করে রুহানি বলেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও ইরান বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

বৈঠকে তিনি অভ্যন্তরীণ ক্ষেত্রেও তার সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। গত ২১ মার্চ ইরানে ফার্সি নতুন বছর ১৩৯৭ শুরু হয়েছে। ইরানের পাশাপাশি আফগানিস্তান ও তুর্কমেনিস্তানসহ বিশ্বের আরও বেশ কিছু দেশের সরকারি বর্ষপঞ্জি হিসেবে ফার্সি বছর চালু রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া