adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন

স্পাের্টস ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত আফগািনস্তান আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন। রােববার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো তারা। নিয়মানুযায়ী এই দুই দলই ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নিবে। রােববার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২০৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। ৫১ রান করেন রহমত শাহ। ১২ বল খেলে ২৭ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কিমো পল ১টি ও ক্রিস গেইল ২টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ২০৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন রভম্যান পাওয়েল। ৩৮ রান করেন শিমরন হেটমায়ার। ক্রিস গেইল ১৮ বল খেলে ১০ রান করে আউট হন। আফগানিস্তানের পক্ষে দৌলৎ জাদরান ১টি, মুজিব-উর-রহমান ৪টি, গুলবদিন নাইব ২টি, শরফুদ্দীন আশরাফ ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।

জিম্বাবুয়ের মাটিতে গত ৪ মার্চ দশটি দলের অংশগ্রহণে শুরু হয় আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব। গ্রুপ পর্ব শেষে ছয়টি দল সুপার সিক্স পর্বে উঠে। এখান থেকে সেরা দুইটি দল ফাইনালে উঠে। সুপার সিক্স পর্ব থেকে বিদায় নেয় স্বাগতিক জিম্বাবুয়ে। সুতরাং, তারা ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে খেলতে পারবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া