উবারের চালকবিহীন গাড়ির ধাক্কায় পথচারী নিহত
ডেস্ক রিপাের্ট : উবারের চালকবিহীন গাড়ির ধাক্কায় ইলাইন হার্জবার্গ নামের একজন পথচারী নিহত হয়েছেন। রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উবার তাদের পরীক্ষামূলক চালকবিহীন গাড়িগুলো বন্ধ রেখেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় উবারের চালকবিহীন গাড়ির গতি ছিল প্রায় ৪০ কিলোমিটার। সামনে মানুষ থাকলেও গাড়ির গতি কমানো হয়নি। দুর্ঘটনার পর হাসপাতালে নেয়া হলে পথচারীর মৃত্যু হয়। পরীক্ষামূলক ভাবে চালানো গাড়িটি স্ব-নিয়ন্ত্রিত ছিল। তবে গাড়িতে রাফায়েল ভাস্কোয়েজ নামের একজন চালক ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে।
এঘটনায় এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছেন উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরোওশাহী।
এর আগে ২০১৭ সালে একই শহরে উবারের একটি চালকবিহীন গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিল। তবে সে সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এরপর কিছুদিনের জন্য এসব গাড়ি বন্ধ রাখা হয়েছিল।