adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যাংক লুট করছে সরকারের লোকজন : এরশাদ

ডেস্ক রিপাের্ট : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বর্তমানে শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি সবক্ষেত্রেই অস্থিরতা বিরাজ করছে। সরকার উন্নয়নের মহাসড়কে দেশকে নিয়ে যাবার কথা বললেও বাস্তবতা ভিন্ন। দেশের সুদিন ফিরিয়ে আনতে তাই জাতীয় পার্টির রাষ্ট্রক্ষমতায় যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

বগুড়ায় শনিবার দুপুরে দলের রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের লোকজন ব্যাংক লুটের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের টাকা পর্যন্ত ডাকাতি হয়ে যায় এখন এদেশে। শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একের পর এক প্রশ্নফাঁস হলেও সরকারের তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মেজর (অব) খালেদ আখতার, এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, হুইপ নুরুল ইসলাম ওমর, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুর রশিদ সরকার, মজিবর রহমান সেন্টু, মাহবুবুল আলম, মোস্তাফিজার রহমান ডালিম, হুইপ শওকত চৌধুরী, আবু সালেক, আবুল হোসেন, মকবুল হোসেন সন্টু, রেজাউর রাজী স্বপন, আলহাজ দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম ঝন্টু, তিতাস মোস্তফা, ইয়াছির আহম্মেদ, ফারুক আহম্মেদ, কাজী আবুল কাশেম রিপন, অধ্যক্ষ মোকছেদুল আলম, আব্দুস সালাম বাবু প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া